Monday, August 25, 2025

সংসদে বিশেষ অধিবেশন: রণকৌশল ঠিক করতে বিরোধী বৈঠকের ডাক কংগ্রেসের

Date:

Share post:

সংসদের(Parliament) বিশেষ অধিবেশনকে মাথায় রেখে বিরোধী রণকৌশল ঠিক করতে এবার বিরোধী জোটের বৈঠক ডাকলেন কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। আগামিকাল মঙ্গলবার বিকেল ৫ টায় ডাকা হয়েছে এই বৈঠক। যেখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসের পার্লামেন্ট্রি কমিটিকে। পাশাপাশি সংসদে সরকারকে চাপে ফেলতে বিরোধীদের পন্থা কী হবে তা ঠিক করতে ইন্ডিয়া(INDIA) জোটের সংসদীয় প্রতিনিধিদের বৈঠক ডাকলেন কংগ্রেস সভাপতি(Congress President) মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)।

আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রের মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের হঠাৎ ডাকা এই অধিবেশন নিয়ে জল্পনা তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে। অনুমান করা হচ্ছে, লোকসভা ভোট এগিয়ে আনা, এক দেশ এক নির্বাচন সহ বেশ কিছু বিল পাশ করাতেই ডাকা হয়েছে এই অধিবেশন। তবে কেন্দ্রের পরিকল্পনা যাই থাক না কেন, মোদি সরকারের জাতীয় স্বার্থবিরোধী কোনও রকম পরিকল্পনা রুখে দিতে এবং আসন্ন অধিবেশনের রণকৌশল ঠিক করতে কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ডাকা দলীয় বৈঠকের পাশাপাশি ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের ডাক দিয়েছেন কংগ্রেস সভাপতি। এ প্রসঙ্গে কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল জানিয়েছেন, “খাড়গে জি সমমনস্ক বিরোধী দলগুলির সাংসদদের একটি বৈঠক ডেকেছেন আসন্ন অধিবেশনের এজেন্ডা নিয়ে আলোচনা করার জন্য।”

উল্লেখ্য, কেন্দ্র সরকার ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের উভয় কক্ষে অধিবেশনের ডাক দিয়েছে। লোকসভা এবং রাজ্যসভা সচিবালয়গুলি জানিয়েছে, ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচদিনে পাঁচটি অধিবেশন রাখা হচ্ছে এবং সদস্যদের পৃথকভাবে অধিবেশনের অস্থায়ী ক্যালেন্ডার সম্পর্কে অবহিত করা হবে। যদিও কোনও রকম পূর্ব আলোচনা ছাড়া সংসদের দুই সদনের বিজনেস এডভাইসরি কমিটিকে না জানিয়ে বিশেষ অধিবেশন ডাকায় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...