Wednesday, August 27, 2025

সংসদে বিশেষ অধিবেশন: রণকৌশল ঠিক করতে বিরোধী বৈঠকের ডাক কংগ্রেসের

Date:

সংসদের(Parliament) বিশেষ অধিবেশনকে মাথায় রেখে বিরোধী রণকৌশল ঠিক করতে এবার বিরোধী জোটের বৈঠক ডাকলেন কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। আগামিকাল মঙ্গলবার বিকেল ৫ টায় ডাকা হয়েছে এই বৈঠক। যেখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসের পার্লামেন্ট্রি কমিটিকে। পাশাপাশি সংসদে সরকারকে চাপে ফেলতে বিরোধীদের পন্থা কী হবে তা ঠিক করতে ইন্ডিয়া(INDIA) জোটের সংসদীয় প্রতিনিধিদের বৈঠক ডাকলেন কংগ্রেস সভাপতি(Congress President) মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)।

আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রের মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের হঠাৎ ডাকা এই অধিবেশন নিয়ে জল্পনা তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে। অনুমান করা হচ্ছে, লোকসভা ভোট এগিয়ে আনা, এক দেশ এক নির্বাচন সহ বেশ কিছু বিল পাশ করাতেই ডাকা হয়েছে এই অধিবেশন। তবে কেন্দ্রের পরিকল্পনা যাই থাক না কেন, মোদি সরকারের জাতীয় স্বার্থবিরোধী কোনও রকম পরিকল্পনা রুখে দিতে এবং আসন্ন অধিবেশনের রণকৌশল ঠিক করতে কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ডাকা দলীয় বৈঠকের পাশাপাশি ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের ডাক দিয়েছেন কংগ্রেস সভাপতি। এ প্রসঙ্গে কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল জানিয়েছেন, “খাড়গে জি সমমনস্ক বিরোধী দলগুলির সাংসদদের একটি বৈঠক ডেকেছেন আসন্ন অধিবেশনের এজেন্ডা নিয়ে আলোচনা করার জন্য।”

উল্লেখ্য, কেন্দ্র সরকার ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের উভয় কক্ষে অধিবেশনের ডাক দিয়েছে। লোকসভা এবং রাজ্যসভা সচিবালয়গুলি জানিয়েছে, ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচদিনে পাঁচটি অধিবেশন রাখা হচ্ছে এবং সদস্যদের পৃথকভাবে অধিবেশনের অস্থায়ী ক্যালেন্ডার সম্পর্কে অবহিত করা হবে। যদিও কোনও রকম পূর্ব আলোচনা ছাড়া সংসদের দুই সদনের বিজনেস এডভাইসরি কমিটিকে না জানিয়ে বিশেষ অধিবেশন ডাকায় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা।

Related articles

১৫ দিন আগে থেকেই কলকাতায় ‘পুজো শপিং স্পেশাল’ বাস: পরিবহন মন্ত্রী

হাতে গুণে আর একমাস। পুজো মণ্ডপের ৫০ শতাংশ কাজ শেষ অননেক জায়গাতেই। জমিয়ে চলছে কেনাকাটা। ফলে প্রয়োজন অতিরিক্ত...

মিথিলার জীবনে সুখবর! সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৃজিতের

সুখবর দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। গণেশ চতুর্থীর প্রাক্কালে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুশির খবর...

মুম্বইয়ে বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে বহু

বুধবার গণেশ চতুর্থী। মুম্বই(Mumbai) জুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুম্বইয়ের কাছেই ভিরারে...

ফেডারেশনের ব্যর্থতায় সংকটে ভারতীয় ফুটবল! ক্লাবগুলির এএফসি ম্যাচে অংশগ্রহণ অনিশ্চিত

চরম সংকটের মুখে ভারতীয় ফুটবল (Indian football)। এআইএফএফ-র (AIFF) অপদার্থতায় শুধু ভারতীয় ফুটবল দলই নয় একইসঙ্গে চরম অনিশ্চয়তার...
Exit mobile version