Thursday, December 4, 2025

রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবসায়ীদের এজেন্সি-হেনস্থা, বাংলার উন্নয়ন নিয়ে অপপ্রচার: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

গত ১২ বছরের রাজ্যের রিয়েল এস্টেটে প্রভুত উন্নতি হয়েছে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার উন্নয়ন দেখতে পায় না কিছু মানুষ। রাজ্যের নামে অপ্রচার চালায়। এখানকার ব্যবসায়ীদের এজেন্সি (Agency) দিয়ে হেনস্থা করে হয়। বাদ যায় না তাঁর পরিবারও। সোমবার, ধনধান্য স্টেডিয়ামে রিয়েল এস্টেট কনভেনশন, ২০২৩-এর অনুষ্ঠানে নাম না করে বিজেপি তথা বিরোধীদলগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিনের অনুষ্ঠানে প্রথমে ভার্চুয়ালি শ্রী সিমেন্টের কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপরেই তিনি জানান, গত ১২বছর অর্থাৎ তৃণমূল জমানায় রাজ্যে রিয়েল এস্টেট ব্যবসায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে গিয়েছে বাংলা। এর পরেই রাজ্যের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিরোধীদের তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। নাম না করে বিজেপিকে নিশানা করেন মমতা। তাঁর কথায়, “আমরা তিনটি অর্থনৈতিক করিডর তৈরির সিদ্ধান্ত নিয়েছি। রিয়েল এস্টেট ব্যবসায় বহু মানুষ কাজ করেন। কলকাতায় রিয়েল এস্টেটের দাম সারা দেশের মধ্যে সবথেকে বেশি বেড়েছে। কিছু মহল থেকে সারাক্ষণ বলা হয় বাংলায় উন্নয়ন হয় না। বিরোধীরা এধরনের মিথ্যা প্রচার করে থাকে।“ এরপরেই কেন্দ্রের এজেন্সি রাজ নিয়ে সরব হন মমতা (Mamata Banerjee)। তিনি সরাসরি অভিযোগ করেন, “ব্যবসায়ীদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে। আমার পরিবারকেও হেনস্থা করা হয়। অথচ আমি কারও থেকে এক পয়সাও নিইনি, এককাপ চাও খায়নি। এর পরেই মুখ্যমন্ত্রী পরামর্শ, “আপনারা ভয় পাবেন না, প্রয়োজনে আদালতের সাহায্য় নিন।“

আরও পড়ুন: দোষীদের কঠোর শা.স্তির দাবি! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ যাদবপুরে মৃ.ত ছাত্রের বাবা-মা

মুখ্যমন্ত্রী জানান, “আমাদের ল্যান্ড ব্যাঙ্ক আছে। ল্যান্ড ব্যাঙ্ক থেকে যে কোনও শিল্পের প্রয়োজনে জমি পাওয়া সম্ভব। আমাদের রাজ্যে বহু দক্ষ শ্রমিক আছেন। আমাদের রাজ্য থেকে শ্রমিকদের অন্য দেশে-রাজ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকরা সুরক্ষা পান না”

 

 

spot_img

Related articles

সুপার কাপ জয়ের দুয়ারে ইস্টবেঙ্গল, ফাইনালের আগে চিন্তা বাড়ালেন অস্কার

সুপার কাপ জয়ের দুয়ারে ইস্টবেঙ্গল(East Bengal)।   গোয়ায় সুপার কাপের সেমিফাইনালে পঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল...

পাওয়ার কোচের প্রস্তাব শুনে হন অবাক, নতুন দায়িত্ব প্রসঙ্গে কী বলছেন রাসেল?

কয়েকদিন আগেই আইপিএল থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল(Andre Russell)। তবে কেকেআর শিবিরে তাঁকে দেখা যাবে পাওয়ার কোচ হিসাবে।...

“এখনও নিজের নাম তালিকায় তুলিনি”! এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী

বাংলাজুড়ে SIR-এর কাজ চলছে। এনুমারেশন ফর্ম বিতরণ শেষ। এবার শুরু হয়েছে সার্ভারে আপলোডের কাজ। একদিকে প্রথম থেকেই কাজের...

সহ্য় হয় না নিজের থেকে সুন্দরদের! হরিয়ানার তরুণীর রোষের শিকার সন্তান-সহ ৪ শিশু

বিয়ে বাড়ির ভিতরেই ৬ বছরের ভাইঝিকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ তরুণীর বিরুদ্ধে৷ হরিয়ানার (Haryana) পানিপথের ঘটনার তদন্তে নেমে...