Friday, August 22, 2025

রাজ্য-রাজভবন দ্ব.ন্দ্ব অব্যহত! ১৬ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ রাজ্যপালের

Date:

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে বেশ কিছুদিন ধরেই সংঘাত চলছে। এবার উপাচার্য নিয়োগ কাণ্ডে নয়া মোড়। ১৬টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য (Interim Vice Chancellor) নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (cv Anand Bose)। এই ঘটনায় ফের নতুন করে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সংঘাত যে আরও প্রকট হবে, এমনটাই মনে করছেন অভিজ্ঞ মহল। তবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে দেওয়া হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। তিনি জানিয়েছেন, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি হাতে পাওয়ার অপেক্ষায়। তারপরই নতুন কাজে যোগ দেবেন।

কয়েক দিন আগে এর মধ্যে ১৪টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতী উপাচার্য হিসেবে নিজেই দায়িত্ব নিয়েছিলেন তিনি। রাজভবন সূত্রের খবর, রবিবার রাতে ওই ১৪টি বিশ্ববিদ্যালয়-সহ কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেলগাছিয়ার পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়েরও অন্তর্বর্তী উপাচার্য মনোনয়ন করেছেন তিনি। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ইন্দ্রজিৎ লাহিড়ীকে নিযুক্ত করেছেন রাজ্যপাল। এদিকে  রাজভবন একটি নির্দেশিকা দিয়ে জানিয়েছে, আচার্যর পর বিশ্ববিদ্যালয়ের সার্বভৌম অধিকর্তা উপাচার্য। তাঁর নির্দেশই শেষ কথা। বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, রাজভবনের বিজ্ঞপ্তিতে যখন তরজা তুঙ্গে। তখন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে নতুন সংঘাতের পরিস্থিতি তৈরি হল।

প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্যপালের দফতর থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়গুলিতে যতদিন না স্থায়ী উপাচার্য নিয়োগ করা যাচ্ছে ততদিন পর্যন্ত আচার্য নিজেই উপাচার্যের দায়িত্ব পালন করবেন। এই ঘোষণার ফলে, রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রাজ্য সরকারের তরফে ব্রাত্য বসু (Bratya Basu)। এমনকী রাজ্যপালের এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

 

 

 

 

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version