Monday, November 10, 2025

শহরে প্রজ্ঞানন্দ, পছন্দের খাবার থেকে ক্রিকেটার সব নিয়ে অকপট ভারতের তরুণ দাবাড়ু

Date:

দাবা বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকার পর্যন্ত গেলেও চ্যাম্পিয়ন হতে পারেননি আর প্রজ্ঞানন্দ। ফাইনালে ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে যান। অল্পের জন‍্য হাতছাড়া হয়েছে বিশ্বকাপ। তবে কার্লসেনকে টেক্কা দিয়েছেন প্রজ্ঞা। আর এবার সেই বিস্ময় বালক এবার কলকাতায়। এশিয়ান গেমসের আগে জাতীয় শিবির এবং টাটা স্টিল চেস ব়্যাপিড অ্যান্ড ব্লিটসে অংশ নিতে শহরে রমেশবাবু প্রজ্ঞানন্দ শহরে। আর শহরের এসেই নিজের সাফল্যের রহস‍্য থেকে পছন্দের তালিকা সব কিছু প্রকাশ‍্যে আনলেন ভারতের তরুণ দাবাড়ু।

একটুর জন্য হাতছাড়া হয়েছে বিশ্বকাপ। রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছে প্রজ্ঞানন্দকে। তবে এতেই হার মানছেন না প্রজ্ঞা। কলকাতায় পা রেখে জানালেন, তাঁর মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রয়েছে। এই নিয়ে প্রজ্ঞানন্দ বলেন, “আমার এখনও অনেক কিছু শেখা বাকি। আমি প্রতিনিয়ত উন্নতি করার চেষ্টা করছি। এখন যেখানে আছি, তার থেকে অনেক উপরে উঠতে পারি। আমার মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা আছে।”

বিশ্বকাপে শেষদিকে ক্লান্তি গ্রাস করেছিল বলে জানান প্রজ্ঞানন। এই নিয়ে ভারতের তরুণ দাবাড়ু বলেন, “বিশ্বকাপ ফাইনালে শেষদিকে ক্লান্ত হয়ে পড়েছিলাম। শারীরিকভাবে সেরা জায়গায় ছিলাম না। ছোটবেলা থেকেই খারাপ পজিশনে চলে গেলে নিজে পথ খুঁজে বের করে খেলাটা নিজের পক্ষে করে নিতাম। শুরু থেকেই জেতার জন্য লড়াই করি। তবে সেটা সহজ নয়। বিশ্বকাপে কখনও ড্রও প্রয়োজন ছিল।”

বিশ্বনাথন‌ আনন্দের উত্তরসূরি ভাবা হচ্ছে আর প্রজ্ঞানন্দকে। বিশ্বনাথন আনন্দের কথা উঠতেই প্রজ্ঞা বলেন,” ভিশি স্যারের থেকে আমি অনেক কিছু শিখেছি। ওনার অ্যাকাডেমি থেকেই শিখেছি। নিয়মিত ওনার সঙ্গে যোগাযোগ রয়েছে। দাবার ট্যাকটিক্যাল দিকটা ছাড়াও আমি ওনার সঙ্গে অনেক কিছু নিয়ে আলোচনা করি। ওনাকে দেখে অনেক কিছু শিখেছি। ক্রোয়েশিয়ার গ্লোবাল চেসে ওনাকে দেখে আমি অনুপ্রাণিত হই।”

বিশ্বকাপ খেলে ফেরার পর মা, বাবাকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভারতের তরুণ দাবাড়ু। সেখানে কী নিয়ে আলোচনা হল? এই প্রশ্নের জবাবে প্রজ্ঞানন্দ বলেন, “আমার ট্রেনিং সম্বন্ধে জানতে চেয়েছিলেন। আমার মা, বাবাকে নিয়েও জিজ্ঞেস করেন। পরিবার এবং বাবার চাকরির বিষয়ে জিজ্ঞেস করেন। আমাকে কিছু পরামর্শও দেন।”

দাবার পাশাপাশি ফুরফুরে মেজাজে থাকতে সিনেমা দেখেন প্রজ্ঞা। তামিল ছবিই বেশি পছন্দ বলে জানান প্রজ্ঞা। পছন্দ করেন ক্রিকেটও। অশ্বিনের খেলা পছন্দ করেন বলে জানান প্রজ্ঞানন্দ। পাশাপাশি মায়ের হাতে রান্না খেতে ভালোবাসেন, সেই কথা জানাতে ভুললেন না প্রজ্ঞা।

আরও পড়ুন:ধীরে ধীরে সুস্থ হচ্ছেন পন্থ, সোশ্যাল মিডিয়ায় নিজেই দিলেন বড় আপডেট

 

 

 

 

 

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version