Friday, August 22, 2025

আজ এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া, চিন্তায় সেই বৃষ্টি

Date:

আজ এশিয়া কাপে দ্বিতীয় ম‍্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ নেপাল। প্রথম ম‍্যাচ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামলেও, বৃষ্টির জন‍্য ভেস্তে যায়। আজ সেই বৃষ্টির ক্যান্ডিতেই ভারত-নেপাল ম্যাচ। সুপার ফোর-এ পা রাখার জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ ভারতের কাছে। জিতলে পাকিস্তানের মতো তিন পয়েন্ট নিয়ে সুপার ফোর-এ যাবেন রোহিত শর্মারা। আবার বৃষ্টিতে পয়েন্ট ১-১ ভাগাভাগি হলেও রোহিতদের পরের ধাপে যাওয়া আটকাবে না। যেহেতু নেপাল প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২৩৮ রানে হেরেছে। এদিকে, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন যশপ্রীত বুমরাহ। তবে সুপার ফোর-এর আগেই তিনি আবার ফিরে আসবেন বলে জানা যাচ্ছে।

পাকিস্তানের বিরুদ্ধে ১৫ ওভারে ৬৬-৪ থেকে ভারত ২৬৬ রান করেছে। ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া চাপের মুখে অসাধারণ ব্যাটিং করেছেন। এই ম্যাচ থেকে এটাই প্রাপ্তি রোহিতদের। এক সময় শাহিন আফ্রিদি চেপে ধরেছিলেন ভারতীয় ব্যাটিংকে। তাঁর সঙ্গে বল হাতে নজর কেড়েছেন হ্যারিস রউফ ও নিসিম শাহ। আফ্রিদির চার উইকেটের পাশে তিন উইকেট হ্যারিস ও নাসিমের।

একদিনের ক্রিকেটে পাঁচ নম্বরে এই প্রথম খেললেন ঈশান। তিনি কিন্তু চাপের পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন। ঈশান একটা দিক ধরে রাখার জন্যই হার্দিক পরে নিজের খেলা খেলতে পেরেছেন। এই দুজনের জুটিতে ১৩৮ রান উঠেছে বলে ভারত শেষপর্যন্ত ২৬৬ রান করতে পেরেছে। কিন্তু রোহিত, বিরাটের রান না পাওয়া অবশ্যই চিন্তার বিষয়। রান পাননি শ্রেয়স, শুভমন, জাদেজা, শার্দূলও। নেপালের বিরুদ্ধে সবাই ছন্দে ফেরার চেষ্টায় থাকবেন।

নেপালের জন্য মুশকিল এটাই যে, তাদের ক্রিকেটাররা খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান না। পাকিস্তানের বিরুদ্ধে নেপালের বোলার এবং ব্যাটাররা কিছু করতে পারেননি। এই ম্যাচে নজর নিজেদের দিকে ঘোরানোর চেষ্টা করবেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিছানে ও অধিনায়ক রোহিত পাওডেল। আর ভারতীয় ব্যাটারদের মধ্যে রানের খোঁজে থাকবেন শুভমন গিল, শ্রেয়স আইয়াররা। বিশ্বকাপের আগে এখন সব ম্যাচই তাঁদের জন্য স্টেজ রিহার্সাল। তবে সবটাই নির্ভর করছে আবহাওয়ার উপর।

আরও পড়ুন:ডুরান্ড ডার্বি জিতেও আবেগে ভাসতে নারাজ বাগান কোচ, জুয়ানের মাথায় এএফসি কাপ

 

 

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version