Saturday, November 8, 2025

আজ এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া, চিন্তায় সেই বৃষ্টি

Date:

আজ এশিয়া কাপে দ্বিতীয় ম‍্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ নেপাল। প্রথম ম‍্যাচ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামলেও, বৃষ্টির জন‍্য ভেস্তে যায়। আজ সেই বৃষ্টির ক্যান্ডিতেই ভারত-নেপাল ম্যাচ। সুপার ফোর-এ পা রাখার জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ ভারতের কাছে। জিতলে পাকিস্তানের মতো তিন পয়েন্ট নিয়ে সুপার ফোর-এ যাবেন রোহিত শর্মারা। আবার বৃষ্টিতে পয়েন্ট ১-১ ভাগাভাগি হলেও রোহিতদের পরের ধাপে যাওয়া আটকাবে না। যেহেতু নেপাল প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২৩৮ রানে হেরেছে। এদিকে, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন যশপ্রীত বুমরাহ। তবে সুপার ফোর-এর আগেই তিনি আবার ফিরে আসবেন বলে জানা যাচ্ছে।

পাকিস্তানের বিরুদ্ধে ১৫ ওভারে ৬৬-৪ থেকে ভারত ২৬৬ রান করেছে। ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া চাপের মুখে অসাধারণ ব্যাটিং করেছেন। এই ম্যাচ থেকে এটাই প্রাপ্তি রোহিতদের। এক সময় শাহিন আফ্রিদি চেপে ধরেছিলেন ভারতীয় ব্যাটিংকে। তাঁর সঙ্গে বল হাতে নজর কেড়েছেন হ্যারিস রউফ ও নিসিম শাহ। আফ্রিদির চার উইকেটের পাশে তিন উইকেট হ্যারিস ও নাসিমের।

একদিনের ক্রিকেটে পাঁচ নম্বরে এই প্রথম খেললেন ঈশান। তিনি কিন্তু চাপের পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন। ঈশান একটা দিক ধরে রাখার জন্যই হার্দিক পরে নিজের খেলা খেলতে পেরেছেন। এই দুজনের জুটিতে ১৩৮ রান উঠেছে বলে ভারত শেষপর্যন্ত ২৬৬ রান করতে পেরেছে। কিন্তু রোহিত, বিরাটের রান না পাওয়া অবশ্যই চিন্তার বিষয়। রান পাননি শ্রেয়স, শুভমন, জাদেজা, শার্দূলও। নেপালের বিরুদ্ধে সবাই ছন্দে ফেরার চেষ্টায় থাকবেন।

নেপালের জন্য মুশকিল এটাই যে, তাদের ক্রিকেটাররা খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান না। পাকিস্তানের বিরুদ্ধে নেপালের বোলার এবং ব্যাটাররা কিছু করতে পারেননি। এই ম্যাচে নজর নিজেদের দিকে ঘোরানোর চেষ্টা করবেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিছানে ও অধিনায়ক রোহিত পাওডেল। আর ভারতীয় ব্যাটারদের মধ্যে রানের খোঁজে থাকবেন শুভমন গিল, শ্রেয়স আইয়াররা। বিশ্বকাপের আগে এখন সব ম্যাচই তাঁদের জন্য স্টেজ রিহার্সাল। তবে সবটাই নির্ভর করছে আবহাওয়ার উপর।

আরও পড়ুন:ডুরান্ড ডার্বি জিতেও আবেগে ভাসতে নারাজ বাগান কোচ, জুয়ানের মাথায় এএফসি কাপ

 

 

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version