Wednesday, May 7, 2025

বলিউডে বাঙালি বারবার তার যোগ্যতা প্রমাণ করেছে। সাদা কালো সময় থেকেই এই ট্র্যাডিশন শুরু হয়েছে। ২০২৩ সালে দাঁড়িয়ে এখন বঙ্গ অভিনেতা (Bengali Actor) ছাড়া কাজ করতেই পারছে না বলিউড (Bollywood)। ওয়েব সিরিজ হোক বা সিনেমা, ‘দ্য ট্রায়াল’ (The Trial) হোক বা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, বলিউড ফ্রেমে বাংলা আর বাঙালির উপস্থিতি মানেই যেন এক অনন্য ইউএসপি। সম্প্রতি একগুচ্ছ সিনেমা এবং ওয়েবে এই ঘরানা লক্ষ্য করা গেছে। অনেকটা সেই পথে হেঁটেই এবার মায়ানগরীতে একসঙ্গে শাশ্বত- যিশু (Saswata Chatterjee & Jishu Sengupta) জুটি।

গোল্ডেন এরা থেকে রেট্রো যুগ, নব্বইয়ের নস্টালজিয়া বা মিলেনিয়ামের ম্যাজিক- অশোক কুমার থেকে বিশ্বজিৎ হয়ে মিঠুন চক্রবর্তী বা প্রসেনজিত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির কিংবা যিশু সেনগুপ্ত থেকে টোটা রায়চৌধুরি- সারা দেশের মানুষের ভালবাসা পেয়েছেন একের পর এক বাঙালি তারকা। সম্প্রতি অনির্বাণ ভট্টাচার্যকেও অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের বিপরীতে কাজ করতে দেখা গেছে। বলিউডে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন বাঙালি শিল্পীরা। সম্প্রতি অভিনয়, পরিচালনা, সঙ্গীত পরিচালনা থেকে গায়ক-গায়িকা, সকলেই এই কাজে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। এদের মধ্যে অবশ্যই কলকাতা থেকে বেশি বলিউডে সবচেয়ে বেশি কাজ করছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত (Saswata Chatterjee & Jishu Sengupta)। বলিউডের অন্দরের খবর, খুব শীঘ্রই এই দুজনকে দেখা যাবে এক হিন্দি সিনেমায়। ছবির প্রেক্ষাপটে রয়েছে তিলোত্তমা। তাই কলকাতা জুড়েই চলবে শুটিং। কিছুদিন আগেই মুক্তি পাওয়া ‘তালি’ ওয়েব সিরিজের ক্রিয়েটররাই এই ছবির দায়িত্বে রয়েছেন। সম্প্রতি ‘নাইট ম্যানেজার’, ‘দোবারা’, ‘টুথ পরি’তে শাশ্বতকে পছন্দ করেছেন দর্শক। অন্য দিকে, যিশু সেনগুপ্ত বহুদিন আগে থেকেই বলিউড থেকে দক্ষিণী ছবিতে কাজ করছেন। সম্প্রতি ‘দ্য ট্রায়াল’ সিরিজে কাজলের বিপরীতে দেখা গেছে তাঁকে। দীপিকা পাডুকন, কঙ্গনা রানাওয়াত, রানি মুখোপাধ্যায় প্রমুখ অভিনেত্রীর বিপরীতে ফাটিয়ে কাজ করেছেন তিনি। এবার দুই বঙ্গ অভিনেতা একসঙ্গে। সিনেমার নাম আপাতত স্থির না হলেও খুব তাড়াতাড়ি শুটিং হবে।

Related articles

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...

দিলীপ নিয়ে দলবদলু নেতাদের মুখে কুলুপের নির্দেশ বিজেপির, বৈঠকে ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি

প্রথমে বিয়ে। তারপর সস্ত্রীক রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষার্থে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে উপস্থিতি। আর এই নিয়েই বিজেপির প্রাক্তন...
Exit mobile version