Sunday, August 24, 2025

হিন্দি ছবিতে শাশ্বত- যিশু জুটি, বলিউডে বাড়ছে বাঙালিদের দাপট?

Date:

বলিউডে বাঙালি বারবার তার যোগ্যতা প্রমাণ করেছে। সাদা কালো সময় থেকেই এই ট্র্যাডিশন শুরু হয়েছে। ২০২৩ সালে দাঁড়িয়ে এখন বঙ্গ অভিনেতা (Bengali Actor) ছাড়া কাজ করতেই পারছে না বলিউড (Bollywood)। ওয়েব সিরিজ হোক বা সিনেমা, ‘দ্য ট্রায়াল’ (The Trial) হোক বা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, বলিউড ফ্রেমে বাংলা আর বাঙালির উপস্থিতি মানেই যেন এক অনন্য ইউএসপি। সম্প্রতি একগুচ্ছ সিনেমা এবং ওয়েবে এই ঘরানা লক্ষ্য করা গেছে। অনেকটা সেই পথে হেঁটেই এবার মায়ানগরীতে একসঙ্গে শাশ্বত- যিশু (Saswata Chatterjee & Jishu Sengupta) জুটি।

গোল্ডেন এরা থেকে রেট্রো যুগ, নব্বইয়ের নস্টালজিয়া বা মিলেনিয়ামের ম্যাজিক- অশোক কুমার থেকে বিশ্বজিৎ হয়ে মিঠুন চক্রবর্তী বা প্রসেনজিত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির কিংবা যিশু সেনগুপ্ত থেকে টোটা রায়চৌধুরি- সারা দেশের মানুষের ভালবাসা পেয়েছেন একের পর এক বাঙালি তারকা। সম্প্রতি অনির্বাণ ভট্টাচার্যকেও অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের বিপরীতে কাজ করতে দেখা গেছে। বলিউডে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন বাঙালি শিল্পীরা। সম্প্রতি অভিনয়, পরিচালনা, সঙ্গীত পরিচালনা থেকে গায়ক-গায়িকা, সকলেই এই কাজে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। এদের মধ্যে অবশ্যই কলকাতা থেকে বেশি বলিউডে সবচেয়ে বেশি কাজ করছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত (Saswata Chatterjee & Jishu Sengupta)। বলিউডের অন্দরের খবর, খুব শীঘ্রই এই দুজনকে দেখা যাবে এক হিন্দি সিনেমায়। ছবির প্রেক্ষাপটে রয়েছে তিলোত্তমা। তাই কলকাতা জুড়েই চলবে শুটিং। কিছুদিন আগেই মুক্তি পাওয়া ‘তালি’ ওয়েব সিরিজের ক্রিয়েটররাই এই ছবির দায়িত্বে রয়েছেন। সম্প্রতি ‘নাইট ম্যানেজার’, ‘দোবারা’, ‘টুথ পরি’তে শাশ্বতকে পছন্দ করেছেন দর্শক। অন্য দিকে, যিশু সেনগুপ্ত বহুদিন আগে থেকেই বলিউড থেকে দক্ষিণী ছবিতে কাজ করছেন। সম্প্রতি ‘দ্য ট্রায়াল’ সিরিজে কাজলের বিপরীতে দেখা গেছে তাঁকে। দীপিকা পাডুকন, কঙ্গনা রানাওয়াত, রানি মুখোপাধ্যায় প্রমুখ অভিনেত্রীর বিপরীতে ফাটিয়ে কাজ করেছেন তিনি। এবার দুই বঙ্গ অভিনেতা একসঙ্গে। সিনেমার নাম আপাতত স্থির না হলেও খুব তাড়াতাড়ি শুটিং হবে।

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version