Tuesday, August 26, 2025

হিন্দি ছবিতে শাশ্বত- যিশু জুটি, বলিউডে বাড়ছে বাঙালিদের দাপট?

Date:

বলিউডে বাঙালি বারবার তার যোগ্যতা প্রমাণ করেছে। সাদা কালো সময় থেকেই এই ট্র্যাডিশন শুরু হয়েছে। ২০২৩ সালে দাঁড়িয়ে এখন বঙ্গ অভিনেতা (Bengali Actor) ছাড়া কাজ করতেই পারছে না বলিউড (Bollywood)। ওয়েব সিরিজ হোক বা সিনেমা, ‘দ্য ট্রায়াল’ (The Trial) হোক বা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, বলিউড ফ্রেমে বাংলা আর বাঙালির উপস্থিতি মানেই যেন এক অনন্য ইউএসপি। সম্প্রতি একগুচ্ছ সিনেমা এবং ওয়েবে এই ঘরানা লক্ষ্য করা গেছে। অনেকটা সেই পথে হেঁটেই এবার মায়ানগরীতে একসঙ্গে শাশ্বত- যিশু (Saswata Chatterjee & Jishu Sengupta) জুটি।

গোল্ডেন এরা থেকে রেট্রো যুগ, নব্বইয়ের নস্টালজিয়া বা মিলেনিয়ামের ম্যাজিক- অশোক কুমার থেকে বিশ্বজিৎ হয়ে মিঠুন চক্রবর্তী বা প্রসেনজিত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির কিংবা যিশু সেনগুপ্ত থেকে টোটা রায়চৌধুরি- সারা দেশের মানুষের ভালবাসা পেয়েছেন একের পর এক বাঙালি তারকা। সম্প্রতি অনির্বাণ ভট্টাচার্যকেও অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের বিপরীতে কাজ করতে দেখা গেছে। বলিউডে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন বাঙালি শিল্পীরা। সম্প্রতি অভিনয়, পরিচালনা, সঙ্গীত পরিচালনা থেকে গায়ক-গায়িকা, সকলেই এই কাজে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। এদের মধ্যে অবশ্যই কলকাতা থেকে বেশি বলিউডে সবচেয়ে বেশি কাজ করছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত (Saswata Chatterjee & Jishu Sengupta)। বলিউডের অন্দরের খবর, খুব শীঘ্রই এই দুজনকে দেখা যাবে এক হিন্দি সিনেমায়। ছবির প্রেক্ষাপটে রয়েছে তিলোত্তমা। তাই কলকাতা জুড়েই চলবে শুটিং। কিছুদিন আগেই মুক্তি পাওয়া ‘তালি’ ওয়েব সিরিজের ক্রিয়েটররাই এই ছবির দায়িত্বে রয়েছেন। সম্প্রতি ‘নাইট ম্যানেজার’, ‘দোবারা’, ‘টুথ পরি’তে শাশ্বতকে পছন্দ করেছেন দর্শক। অন্য দিকে, যিশু সেনগুপ্ত বহুদিন আগে থেকেই বলিউড থেকে দক্ষিণী ছবিতে কাজ করছেন। সম্প্রতি ‘দ্য ট্রায়াল’ সিরিজে কাজলের বিপরীতে দেখা গেছে তাঁকে। দীপিকা পাডুকন, কঙ্গনা রানাওয়াত, রানি মুখোপাধ্যায় প্রমুখ অভিনেত্রীর বিপরীতে ফাটিয়ে কাজ করেছেন তিনি। এবার দুই বঙ্গ অভিনেতা একসঙ্গে। সিনেমার নাম আপাতত স্থির না হলেও খুব তাড়াতাড়ি শুটিং হবে।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version