এবার রাজ্যপালের ভূমিকা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখনই ক্ষোভ উগরে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । শিক্ষক দিবসে পড়ুয়াদের আরও সংবেদনশীল হওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, “শিক্ষা ব্যবস্থার ক্ষতি করছেন উনি।”
তিনি বলেন, “এভাবে শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। রাজ্যপালের উচিত আলোচনায় বসা। উনি শিক্ষা ব্যবস্থার ক্ষতি করে চলেছেন।” এরপরই অধ্যক্ষ বলেন, তামিলনাড়ুতে এই কারণে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা হয়েছিল। আমাদের এখানেও প্রস্তাব আসছে শুনছি।”
শুধু এখানেই থেমে থাকেননি বিধানসভার স্পিকার।