Thursday, August 28, 2025

যাদবপুরে (Jadavpur University) প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। গ্রেফতার হয়েছে অভিযুক্তরা। মামলা গড়িয়েছে হাইকোর্ট (Calcutta High Court) পর্যন্ত। ঘুরে গিয়েছেন ইউজিসি (UGC) প্রতিনিধিরা। শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে র‍্যাগিং মোকাবিলায় কি প্রযুক্তি ব্যবহার সম্ভব? যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন প্রশ্নের খোঁজ চেয়েছিল ইসরোর কাছে। ইসরোর কাছে অনুরোধ ছিল বিশ্ববিদ্যালয়ে আসার। তাঁদের অনুরোধে যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছে ইসরোর (ISRO) প্রতিনিধি দল ৷ গতকাল, মঙ্গলবার প্রথম দিনের পরে আজ, বুধবারও ক্যাম্পাসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন সেই দলের সদস্যেরা।

এদিন প্রথমে মহিলা হস্টেল ও নিউ বয়েজ হস্টেল ঘুরে দেখেন তাঁরা। ক্যাম্পাসের বিভিন্ন জায়গার ছবি তোলেন৷ আধিকারিকদের সঙ্গে কথা বলে বিভিন্ন নোটও নেন। কিছু নথিও সংগ্রহ করেছেন তাঁরা। এদিন তাঁরা মূলত মেইন হস্টেলের বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর ক্যাম্পাসেও যান। গিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার দুই প্রতিনিধি। কোথায়, কী প্রযুক্তি ব্যবহার করলে বিশ্ববিদ্যালয়ে নিয়মানুবর্তিতা প্রয়োগ করায় সুবিধা হবে, তা খতিয়ে দেখা হয়েছে। এর পর ইসরোর তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সে বিষয়ে সুপারিশ করা হবে।

ইসরোর দু’জন প্রতিনিধি মঙ্গলবারেও যাদবপুরে গিয়েছিলেন। তবে মঙ্গলবার তাঁরা শুধু ক্যাম্পাসে ঘুরেছেন। বুধবার ইসরোর দল ঘুরে দেখে মেইন হস্টেলের সেই এ২ ব্লক, যেখানে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু হয়েছিল, সেই জায়গাটি বিশেষ ভাবে পর্যবেক্ষণ করেছেন। ইসরোর প্রতিনিধিদের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য।

 

 

 

 

 

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version