Wednesday, August 27, 2025

টেট পাশের নম্বর নিয়ে আপাতত বহাল থাকল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়।তার রায়ের ওপর এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না আদালত। বুধবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন এমনটাই জানিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ। গত বছর ৩ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই সংক্রান্ত নির্দেশ দেন। নির্দেশে তিনি বলেছিলেন, ২০১৪ এবং ২০১৭ র টেটে সংরক্ষিত বিভাগের যে প্রার্থীরা ৮২ পেয়েছেন তাদের টেট উত্তীর্ণ হিসাবে গণ্য করতে হবে। একইসঙ্গে এই প্রার্থীদের ২০২২-র ইন্টারভিউয়ে বসার সুযোগ দিতে হবে।

মামলাকারীদের দাবি ছিল, ২০১৪ এবং ২০১৭ এর টেটে সংরক্ষিত বিভাগের বহু প্রার্থী ১৫০ এর মধ্যে ৮২ নম্বর পেয়েছেন। সেই সব চাকরিপ্রার্থীরা গড়ে ৫৪.৬৭ শতাংশ নম্বর পেয়েছেন। নিয়ম অনুসারে ৫৪.৬৭ শতাংশকে ৫৫ শতাংশ নম্বর হিসাবে গণ্য করতে হবে। ৫৫ শতাংশ নম্বর পেলেই ওই প্রার্থীরা টেট উত্তীর্ণ হিসেবে মান্যতা পাবেন।

উল্লেখ্য, সংরক্ষিত আসন নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানায় চাকরি প্রার্থীদের একাংশ। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে যায় এই মামলা। কিন্তু দুই বিচারপতির মতানৈক্যের কারণে তখন এই মামলার সুরাহা হয়নি। তখন এই মামলা বিচারপতি সুব্রত ভট্টাচার্যের একক বেঞ্চে যায়। এদিন সেই মামলায় বড় নির্দেশ দিল একক বেঞ্চ। এরপর প্রার্থীদের ইন্টারভিউয়ে বসার ক্ষেত্রে কোনও সমস্যা রইল না বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার আদালতে ১১ সেপ্টেম্বর ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান দুর্নীতি’ ফাঁস করার কথা বলে সিবিআই। পালটা বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, এমন দুর্নীতি দ্রুত প্রকাশ্যে আনা উচিত। ভরা এজলাসে তিনি বলেন, ‘আর ক’দিন পর তো চলেই যাব। তবে যাওয়ার আগে আমি কিছু করে যেতে চাই। বিপ্লব দীর্ঘজীবী হোক… দেরি করে এজলাসে আসার জন্য অনেকেই আমার উপর ক্ষুব্ধ। কিন্তু আমি সময়ে চেষ্টা করছি এজলাসে আসার জন্য’।

 

 

 

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version