Tuesday, August 26, 2025

চন্দ্রযানে বিপুল খরচ তাই রেশনে বরাদ্দ কম! ঝাড়খণ্ডে আজব যুক্তি ডিলারদের

Date:

Share post:

চন্দ্রযান-৩ তে(Chandrayan3) বিপুল টাকা খরচ হয়েছে ভারত সরকারের(Central Govt)। যার জেরেই রেশনে(Ration) কমিয়ে দেওয়া হয়েছে বরাদ্দ। এই যুক্তিতেই রেশন গ্রাহকদের প্রাপ্য সামগ্রী অর্ধেক করে দিয়েছিলেন ডিলাররা। ঝাড়খণ্ডে(Jharkhand) ঘটা এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযোগ জানালেন জেলা প্রশাসনের কাছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য শুরু হয়েছে। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। পাশাপাশি সাসপেন্ড করা হয়েছে ৬ জন রেশন ডিলারকে।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে রেশন দোকানে গ্রাহকদের প্রাপ্য খাদ্যশস্য অর্ধেক করে দিচ্ছিল রেশোন ডিলাররা। প্রায় ৫ থেকে ১০ কেজি রেশন কম পাওয়ার পর কেউ কেউ ডিলারদের কাছে এর কারণ জানতে চান। তখনই ডিলারদের তরফে জানানো হয় যে, চাঁদে তৃতীয় চন্দ্রযান পাঠানোর কারণে কেন্দ্রীয় সরকার ব্যয় কমিয়ে দিয়েছে। তাই নাকি বরাদ্দ রেশনে কোপ পড়েছে। এমন যুক্তি শুনে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। বিষয়টি জানানো হয়, স্থানীয় মহকুমাশাসক সুধীর কুমার দাসকে। এবং অভিযুক্ত রেশন ডিলারদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের আর্জি জানানো হয়। অভিযোগ পেয়ে দ্রুত তৎপরতা দেখায় প্রশাসন। অভিযুক্ত ৬ রেশন ডিলারকে শোকজ নোটিশ পাঠানোর পাশাপাশি তাদের সাসপেন্ড করা হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে ঝাড়খণ্ডের একটি গ্রামের পঞ্চায়েত প্রধান উমেশ রাম জানান, চন্দ্রযানে খরচ হয়েছে, এমনটা দাবি করে রেশন কমিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতরও শুরু হয়েছে। ঝাড়খণ্ডের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা রবীন্দ্র সিং রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানান, অভিযুক্ত রেশন ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দেরি হলে বড় আন্দোলনে নামা হবে। যদিও রেশন ডিলারদের সংগঠন এমন অভিযোগের কথা উড়িয়ে দিয়েছে।

spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...