Tuesday, November 4, 2025

মধ্যরাতে প্রথম শো, কিন্তু দিল্লিতে দেখা যাবে না শাহরুখের ‘জওয়ান’?

Date:

Share post:

অপেক্ষার অবসান ঘটিয়ে আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বিগ স্ক্রিনে জওয়ান অবতারে বলিউড বাদশার (Shahrukh Khan)আবির্ভাব। উন্মাদনার নিরিখে অতীতের সব রেকর্ড আগেই ছাপিয়ে গেছেন শাহরুখ ফ্যানেরা। সারা দেশের সব সিনেমা হলে সাজো সাজো রব। যে পরিমাণ অগ্রিম বুকিং হচ্ছে তাতে বিশেষজ্ঞরা মনে করছেন, শাহরুখের (Shah Rukh Khan) কামব্যাক ছবিকেও ছাপিয়ে যাবে ‘জওয়ান’(Jawan)। অপেক্ষা যেন আর তর সইছে না। তাই সকালে নয় মধ্যরাতেই সিনেমার প্রথম শো রাজ্যে। শহর কলকাতায় ‘জওয়ান’-এর (Jawan) প্রথম শো বৃহস্পতিবার ভোর পাঁচটায়। রায়গঞ্জে নাকি ২.৪৫ মিনিটেই ছবির প্রথম শোয়ের ব্যবস্থা করে ফেলেছে কল্যাণী মাল্টিপ্লেক্স। কিন্তু ‘জওয়ান’ (Jawan) শাহরুখের ধুন্ধুমার অ্যাকশন দেখতে পাবেন কি দিল্লির অনুরাগীরা?

দক্ষিণ ভারতের নায়িকা, পরিচালক আর সঙ্গীত পরিচালক মিলে শাহরুখ খানকে কোন নয়া অবতারে হাজির করছেন সেটা ট্রেলারে কিছুটা স্পষ্ট। এবার অনুমানকে বড়পর্দায় মিলিয়ে নেবার পালা। শাহরুখ অনুরাগীরা আজ রাত জাগবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। কেউ কাকভোরে সিনেমা দেখবেন কেউ আবার উত্তেজনার বশেই সারারাত ঘুমোতে পারবেন না। এবার কি তাহলে প্রথমদিনই ১০০ কোটি ছুঁয়ে ফেলবে? অগ্রিম বুকিংয়ের নিরিখে সিনে বিশ্লেষকদের একাংশ মনে করছেন শাহরুখের ছবির ব্যবসা ৭৫ কোটি প্রথম দিনেই ছাড়িয়ে যাবে। আরেক দল বলছে মতে মুক্তির অন্তত ৬০-৭০ কোটি টাকা আয় তো হবেই। তবে দুই ক্ষেত্রেই তা ‘পাঠান’-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন ছাড়িয়ে যাবে।যদিও এটা শুধুই দেশের রেকর্ড। বিদেশেও নজরকাড়া উন্মাদনা। কিন্তু এত আগ্রহের মাঝে কিছুটা আশাহত দিল্লির শাহরুখ ফ্যানেরা। বেশ কয়েকটি সিনেমা হলে নাকি উইকএন্ড শো দেখার সুযোগ দর্শকরা পাবেন না। কেন? আসলে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীতে G20 সামিট (G20 Summit) হবে। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে শুক্রবার অর্থাৎ ৮ তারিখ থেকেই দিল্লিতে নানা জায়গায় বিধিনিষেধ থাকছে । এই পরিস্থিতিতে দিল্লিতে PVR প্লাজা, INOX ওডিয়ন, PVR রিভলি, PVR ECX-এর মতো মাল্টিপ্লেক্স ওই দুদিন শো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...