Saturday, November 15, 2025

কর্পোরেট চাকরি ছেড়ে বিশ্ববিদ্যালয়ে, স্মার্ট লাইব্রেরি গড়ে তুলেছেন সুশান্ত

Date:

ঝাঁ চকচকে দুনিয়ার চাকচিক্যে মন বসেনি। তাই কর্পোরেট চাকরি ছেড়ে যোগ দেন পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ে। যোগ দেন গ্রন্থাগারিক হিসেবে। কলেজে কাজে যোগ দিয়ে কেবলমাত্র লাইব্রেরির স্বাস্থ্যরক্ষা করা নয়, এছাড়াও কলেজের একাধিক দায়িত্ব সামলাচ্ছেন তিনি। কলেজ সৌন্দর্যায়নের দায়িত্বও নিয়েছেন তাঁর কাঁধে। অধ্যাপনার সময় সুশান্ত বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন এই বিশ্ববিদ্যালয়ে অনেক সাধারণ ঘরের ছেলেমেয়েরা পড়তে আসেন। তাঁদের জন্য অত্যাধুনিক লাইব্রেরি তৈরি করেছেন তিনি। যে লাইব্রেরি শুধু সিলেবাসের বই নয়, চাকরির প্রস্তুতি নিতেও কাজে আসবে। একত্রিশটি বিষয় ছাড়াও, প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা ভেবে সুশান্তবাবু সাজিয়েছেন এই লাইব্রেরি।

এ এক অন্য লাইব্রেরি। ২০১৯ সালে আমেরিকান সেন্টারের ডিরেক্টরের চাকরি ছেড়ে যখন বিশ্ববিদ্যালয়ে আসেন তখন ছিল না কোনো পরিকাঠামো। ছিল না তাঁর বসার জন্য একটি চেয়ারও। আজ সেই বিশ্ববিদ্যালয়ে তিনি তৈরি করেছেন একটি স্মার্ট লাইব্রেরি। বিদেশের স্মার্ট লাইব্রেরিগুলিতে যেসব সুযোগ সুবিধা পাওয়া যায়, সেইরকমই সুযোগ সুবিধাযুক্ত অত্যাধুনিক একটি স্মার্ট লাইব্রেরি বিশ্ববিদ্যালয়ে নিজে হাতে গড়ে তুলেছেন সুশান্তবাবু। এমনকি এদেশের অনেক বড়ো শহরেও এইরকম অত্যাধুনিক স্মার্ট লাইব্রেরির খোঁজ খুব একটা পাওয়া যায় না বললেই চলে। শুধু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য নয়, বাইরের পড়ুয়ারাও চাইলে এখানে এসে পড়াশোনা করতে পারেন।

আরও পড়ুন- রাজ্যপালের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

 

 

Related articles

নাট্য জগতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু

মঞ্চে নিভেছে আলো, শোকের আবহ বাংলা নাট্য জগতে। চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু (Bhadra Basu)। শারীরিক অসুস্থতার...

বেতন কমিয়ে পুরানো দলে ফিরলেন জাদেজা, দলবদল সঞ্জুর

  ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই আইপিএলের(IPL) দলবদল নিয়ে চর্চা তুঙ্গে। শনিবার ছিল আইপিএল রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ...

ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় বিস্ফোরণ, নওগ্রামে মৃত বেড়ে ৯!

দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের (Red fort area blast) ঘটনার পর তদন্তে নেমে ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক অ্যামোনিয়াম...

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...
Exit mobile version