Saturday, November 1, 2025

ভোর ৫ টায় প্রথম শো , পরের শো টাইম সকাল ৬টায় তারপর থেকে ৩০ মিনিটেরও কম ব্যবধানে একটা করে ‘জওয়ান’ শো (Jawan)। প্রেক্ষাগৃহ কানায় কানায় পূর্ণ। ভোররাতের প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে মানুষ যেভাবে হল ভরিয়েছেন তা প্রশংসনীয়। সকাল হতে না হতেই জায়গায় জায়গায় ‘জওয়ান’ ঝড় (Jawan Movie)। সিনেমার একাধিক লুকে রাস্তায় নেমে ধরা দিলেন কিং ফ্যানেরা। কারোর মুখে ‘জওয়ান’ মাস্ক, আবার কারোর বুকে ‘জওয়ান’ লেখা টিশার্ট, কেউ আবার মুখে হাফ ব্যান্ডেজ করেছেন, ঠিক যেমনটা ট্রেলারে দেখা গেছিল। গতকাল সারা রাত জেগেছেন বাদশা ফ্যানেরা। অনুরাগীদের উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়েছেন শাহরুখ (Shahrukh Khan)নিজেও। ‘জওয়ান’ মুক্তির উত্তেজনায় দুচোখের পাতা এক করেননি অনুরাগীরা আর তাঁদের সঙ্গ দিতে জেগে রইলেন শাহরুখ নিজেও। তবে সকালে কার্যত শাহরুখ সাইক্লোন দেখল বাংলা তথা দেশ। গোটা ভারতে প্রথম জওয়ান শোয়ের সাক্ষী বাংলা।

নিউটাউনের এক মাল্টিপ্লেক্সে কাকভোর থেকেই ভক্তদের হাতে ছিল পোস্টার, মিছিল করে সকলেই একসঙ্গে ছবি দেখতে প্রেক্ষাগৃহে হাজির হয়ে থাকেন। এদিন সাধারণ মানুষের সঙ্গে ছিলেন সেলিব্রিটিরাও। অভিনেত্রী তৃণা সাহা ও নীল ভট্টাচার্য (Trina Saha & Neel Bhattacharya)এদিন সকাল সকাল পৌঁছে গেলেন প্রেক্ষাগৃহে। তবে বসুশ্রীর (Basusree)সামনে অ্যাসিড আক্রান্তদেরও (Acid victim) উজ্জ্বল উপস্থিতি আর মুখে শাহরুখের জয়ধ্বনি চোখে জল আনল সাংবাদিকদেরও।

কথা দিয়েছিলেন এভাবেই ফিরবেন, আর তাই করলেন তিনি। অনুরাগীদের এই উন্মাদনা এবং তাঁদের ভালবাসায় আপ্লুত শাহরুখ। সমাজমাধ্যমের পাতায় তাঁদের উদ্‌যাপনের ভিডিয়ো দেখার জন্য সারা রাত জেগে রইলেন তিনি। ৭ সেপ্টেম্বর মধ্যরাত থেকেই প্রেক্ষাগৃহের সামনে শাহরুখ-অনুরাগীদের ঢল। কোথাও আতসবাজির রোশনাই, কোথাও আবার বাদশার বিশালাকার কাটআউটে মালা পরাতে ব্যস্ত ফ্যানেরা। দক্ষিণ কলকাতার বিজলী সিনেমা হলে SRKIAN SQUAD-এর উদ্যোগে আরতি করা হয়, প্রিয় তারকার কাট আউটে প্যাকেট প্যাকেট দুধ ঢেলেছেন তাঁরা। স্পিকারে ‘জওয়ান’ সিনেমার গান বাজিয়ে, ফ্যান ব্যান্ড হাতে পরে উন্মাদনা যখন তুঙ্গে, আচমকাই চোখ গেল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোডে। একদল অ্যাসিড আক্রান্ত মহিলা হাতে ব্যানার নিয়ে শাহরুখ স্তুতি গাইলেন। তাঁদের বসুশ্রীর সামনে একত্র হতে দেখা যায়। হাসি মুখে এক ভক্ত বললেন, শাহরুখের ছবি মানে তো দারুণ হবে, আমরা আমাদের জীবন দিয়ে শাহরুখ খানকে ভালবাসি। এরপরই তাঁদের মুখে শাহরুখের জয়গান। সত্যি শুধুমাত্র পর্দার শাহরুখ খানের জন্য এই উন্মাদনা হতে পারে না। কোথাও যেন ব্যক্তি শাহরুখ খানও পরতে পরতে এই সকলকে প্রভাবিত করেছে। এদিনের এই ছবি যেন শাহরুখ প্রেমের এক অনন্য ছবি তুলে ধরল।

Related articles

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...

বিডিও-র টেবিল চাপড়ে ‘সানি দেওল’ বিজেপি সাংসদ! হুমকি সংস্কৃতিকে কটাক্ষ তৃণমূলের

হুমকিতেই আটকে বঙ্গ বিজেপি নেতারা। তবে দেশজুড়ে হুমকির রাজনীতিতেই যে অভ্যস্থ বিজেপি নেতারা, ফের একবার প্রমাণ করলেন বিজেপি...
Exit mobile version