Saturday, August 23, 2025

কিংস কাপে ইরাকের বিরুদ্ধে লড়াই করেও হার ভারতের

Date:

Share post:

কিংস কাপে ইরাকের বিরুদ্ধে দু’বার এগিয়ে থেকেও হারের মুখ দেখল ভারতীয় দল। নির্ধারিত সময়ে ম‍্যাচের ফলাফল না আসায়, ম‍্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। শেষমেশ টাইব্রেকারে ৫-৪ ফলাফলে হারের মুখ দেখল টিম ইন্ডিয়া।

বৃহস্পতিবার থাইল্যান্ডের চিয়াং মাইয়ে স্টেডিয়ামে প্রথম থেকেই ম‍্যাচে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। শক্তিশালী ইরাককে বেশ চ্যালেঞ্জ দেয় ইগর স্টিম‍্যাচের দল। ম্যাচের ৯ মিনিটে দুরন্ত সেভ করেন ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সিন্ধু। ম‍্যাচের ৯ মিনিটে ফ্রি কিক পায় ইরাক। শেষ পর্যন্ত দারুণ সেভ দেন গুরপ্রীত। প্রথমে শুরুটা ভালো করেছিল ইরাক, তবে ধীরে ধীরে ম‍্যাচের রাশ ধরে ভারত। যার ফলে ম‍্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। মহেশের গোলে এগিয়ে যায় ভারত। সামাদের পাশ থেকে গোল করলেন মহেশ। ম্যাচের ২৩ মিনিটে দারুণ একটা সুযোগ তৈরি করেছিল ভারত। তবে তা কাজে লাগাতে পারেনি টিম ইন্ডিয়া। বাঁ দিক থেকে মনবীর সিং বল নিয়ে উঠে আশিককে বল দিয়েছিল। ভারত ইরাকের বক্সে ঢুকে গিয়েছিল কিন্তু শেষ পযন্ত গোলের মুখ খুলতে পারেনি স্টিম‍্যাচের দল। তবে এরই মধ‍্যে পেনাল্টি পায় ইরাক। বক্সের ভিতরে বল হাতে লাগল সন্দেশ ঝিঙ্গানের। পেনাল্টি পায় ইরাক। পেনাল্টি থেকে গোল করে সমতায় ফিরল ইরাক। ম্যাচের ২৮ মিনিটে পেন করিম পেনাল্টি থেকে গোল করে ইরাককে সমতায় ফেরাল। এরপর ম্যাচের ৩৩ মিনিটেও সুযোগ চলে এসে গিয়েছিল ইরাকের সামনে। ফ্রি কিক থেকে প্রায় গোল পেয়ে যাচ্ছিল ইরাক। তবে শেষ মুহূর্তে গুরপ্রীত দারুণ একটা সেভ দেন এবং বলটি পোস্টে লেগে বেরিয়ে যায়। এরপর আক্রমণে গেলেও দু’দলই প্রথমার্ধে গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-১।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় টিম ইন্ডিয়া। যার ফলে ম‍্যাচের ৫১ মিনিট ২-১ গোলে এগিয়ে যায় ব্লুজরা। ম‍্যাচের ৫১ মিনিটে মনবীর সিং বল নিয়ে ইরাকের বক্সে এগিয়ে যান, সেখানে আকাশ মিশ্র উপস্থিত ছিলেন। আকাশকে বল দেন মনবীর। সেই বল ইরাকের গোলে মারেন আকাশ। সেখানে বল সেভ দেন ইরাকের গোলরক্ষক। তবে বলটি সেভ দেওয়ার পরিবর্তে বলটি তাঁর হাতে লেগে গোলে ঢুকে যায়। ২-১ এগিয়ে যায় ভারত। এরপর প্রথম পরিবর্তন করে স্টিম‍্যাচ। ম্যাচের ৫৭ মিনিটে আশিক কুরুনিয়ানের জায়গায় রহিম আলিকে মাঠে নামন স্টিম‍্যাচ। তবে এরই মধ‍্যে ম‍্যাচের ৭৮ মিনিটে ফের পেনাল্টি পায় ইরাক। ফের ভুল করে বসলেন সন্দেশ। সন্দেশ ঝিঙ্গান এবং নিখিল পূজারীর ভুলে পেনাল্টি পায় ইরাক। সেখান থেকে ভুল করেননি ইরাকের ফুটবলার। ফের পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে ইরাক। তবে এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি দু’দল। নির্ধারিত সময় পযর্ন্ত ফলাফল না আসায় ম‍্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষমেশ টাইব্রেকারে ৫-৪ ফলাফলে হারের মুখ দেখল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:জর্জ টেলিগ্রাফকে ৪-০ গোলে হারিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক জেসিন টিকের

 

 

 

 

spot_img

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...