সাত সকালে একদিকে যখন শাহরুখ উন্মাদনায় মত্ত কলকাতা, ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা শহরের অন্য এক প্রান্তে। স্কুটি নিয়ে মুরগির দোকানে যেতে গিয়ে বিপাকে পড়লেন এক ব্যক্তি। ভিকি চক্রবর্তী (Vicky Chakraborty)নামের ওই ব্যক্তি জানান তিনি যখন সকালে বেরিয়ে ছিলেন আচমকাই সিভিক ভলেন্টিয়ার পথ আটকায়। তখন টাল সামলাতে না পেরে স্কুটি সমেত তিনি উল্টে যান। এরপর মাটি থেকে উঠেই সোজা মারধর করেন সিভিক ভলেন্টিয়ার (civic volunteer) বলে অভিযোগ। ভিকিকে থামাতে এগিয়ে আসেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট অনিরুদ্ধ বিশ্বাস (Aniruddha Biswas)। তখন তাঁকে ঘুষি মারেন অভিযুক্ত।

এলাকার এক দোকানদার জানান যে, স্কুটিতে করে এক ব্যবসায়ী যাচ্ছিলেন। ওই সময় তিনিই একজন সিভিক পুলিশকে ধাক্কা মেরেছিলেন বলে অভিযোগ । এরপর স্কুটি থেকে পড়ে যান চালক। তারপরেই তিনি সিভিক ভলেন্টিয়ার এবং ট্রাফিক সার্জনকে মারধর করেন। ঘুষির জেরে ওই পুলিশ আধিকারিকের নাক ফেটে যায়। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। হরিদেবপুর থানার পুলিশ অভিযুক্ত ভিকি চক্রবর্তীকে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে।
