Wednesday, August 27, 2025

বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের সুশাসন! স্বাধীনতার ৭৬ বছর পর গ্রামে জল নিয়ে আসা ডিএমকে রাতারাতি বদলি

Date:

স্বাধীনতার ৭৬ বছর পর গ্রামে পানীয় জলের পাইপলাইন বসেছিল। সৌজন্যে জেলাশাসক। প্রথম যেদিন সেই পাইপলাইন দিয়ে গ্রামে জল এলো, গ্রামবাসীদের নিয়ে ‘জলপূজন’ও করেছিলেন জেলাশাসক। কিন্তু সেখানে আমন্ত্রিত ছিলেন না সাংসদ বা বিধায়ক। জেলাশাসকের এই ‘অমার্জনীয় অপরাধ’-এর কথা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানান জেলা বিজেপির এক সহ সভাপতি। ফলস্বরূপ ২৪ ঘন্টার মধ্যে জেলাশাসককে প্রথমে বাধ্যতামূলক প্রতিক্ষায়, পরে অন্য জেলায় বদলি করা হলো। শুধু তাই নয়, চারদিনের মধ্যে পানীয় জলের পাইপলাইন ভেঙে দেয় দুস্কৃতিকারীরা। বর্তমানে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ আপাতত বন্ধ।

এই হচ্ছে উত্তরপ্রদেশে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের সুশাসন। সুশাসনের এই কাহিনী পূর্ব উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার আধা-শুষ্ক পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রত্যন্ত গ্রাম লাহুরিয়া দহ। গত ৭৬ বছর ধরে গ্রামের মানুষের পানীয় জলের প্রয়োজন মেটে ট্যাঙ্কার, যা জনপ্রতি ১৫-৩০ লিটার জল সরবরাহ করে, প্রায় ১ কিলোমিটার দূরে একটি ছোট “ঝর্না” এবং একটি কূয়া। কৌশলেন্দ্র কুমার গুপ্ত, দেবহাট পঞ্চায়েতের প্রধান। এই পঞ্চায়েতের অধীনে ১৫ টি গ্রামের মধ্যে একটি লাহুরিয়া দহ। সংবাদমাধ্যমকে পঞ্চায়েত প্রধান বলেছেন, আমি ২০২১ সালে প্রধান হবার পর স্থানীয় বিধায়ক, সাংসদ কে বার বার চিঠি দিয়ে পানীয় জলের সমস্যার কথা বলেছি, কিন্তু মিথ্যা আশ্বাস ছাড়া কিছু পাইনি। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে দিব্যা মিত্তাল জেলা শাসক পদে যোগ দেন। আমি তাকে চিঠি লিখি। উনি ২ নভেম্বর লাহুরিয়া দহ পরিদর্শন করে পানীয় জলের পাইপ লাইন বসানোর আশ্বাস দেন।”

গত ৩০ আগস্ট লাহুরিয়া দহ-তে জেলা শাসকের উপস্থিতিতে পাইপলাইন দিয়ে জল সরবরাহ শুরু হয়। সরকারি দলের অনুপস্থিতিতে ‘জলপূজন’ মেনে নিতে পারেননি স্থানীয় বিজেপি নেতা ও দলের জেলা সহ-সভাপতি বিপুল সিং। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কে লিখিতভাবে অভিযোগ জানান জেলাশাসকের বিরুদ্ধে। ‘সুশাসক’ মুখ্যমন্ত্রী সময় নষ্ট না করে দিব্যা মিত্তাল কে প্রথমে বাধ্যতামূলক অপেক্ষায় এবং পরে পাঠিয়ে দেন পূর্ব উত্তরপ্রদেশের বস্তি’র জেলা শাসক পদে। যেদিন মির্জাপুরের দায়িত্ব ছেড়ে বস্তি’র উদ্দেশ্যে রওনা হন দিব্যা মিত্তাল, লাহুরিয়া দহ’র মানুষ পাঁচটা গাড়ি ভাড়া করে এসেছিলেন জেলা শাসকের দফতরে তাদের প্রিয় ‘ডিএম ম্যাডাম’ কে বিদায় জানাতে।

আরও পড়ুন- র.ণক্ষেত্র রানিনগর, মিছিলের নামে পুলিশের সঙ্গে ‘দাদাগিরি’ অধীরের!

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version