Saturday, August 23, 2025

জি২০ সম্মেলনের আগে মুখোমুখি মোদি-হাসিনা! কী কী বিষয়ে আলোচনা হল দুই রাষ্ট্রপ্রধানের?

Date:

শনিবারই জি২০ সম্মেলন(G20 Summit) ভারতে। ইতিমধ্যে, শুক্রবারই দিল্লিতে এসে পৌঁছেছেন একাধিক দেশের হেভিওয়েটরা। শুক্রবার এমন আবহেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Seikh Hasina) সঙ্গে বৈঠক সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন বিকেলে নয়াদিল্লিতে নিজের বাসভবনে হাসিনার সঙ্গে বৈঠক করেন দুই দেশের প্রধানমন্ত্রী। বৈঠকে হাজির ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ দু’দেশের একাধিক শীর্ষ আধিকারিকরা।

তবে এদিন মোদি এবং হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে ভারত বা বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে আপাতত কিছু জানানো হয়নি। তবে এদিন দু’জনকেই হাসিমুখে দেখা গিয়েছে। এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা আসার পর তাঁকে নিজেই বিমানবন্দরে স্বাগত জানান যান নরেন্দ্র মোদি। এদিনের বৈঠকের ঠিক পর পরই প্রধানমন্ত্রী মোদি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক।”

তব সংশ্লিষ্ট মহলের মতে, ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ভারত ও বাংলাদেশের মধ্যে এদিন ৩ টি বিষয়ে মউ স্বাক্ষর হয়। তবে এদিন শুধু হাসিনা-ই নন মরিশাসের প্রধানমন্ত্রী প্ররিন্দ জগন্নাথের সঙ্গেও বৈঠক করেন মোদি।

আরও পড়ুন- বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের সুশাসন! স্বাধীনতার ৭৬ বছর পর গ্রামে জল নিয়ে আসা ডিএমকে রাতারাতি বদলি

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version