Sunday, May 4, 2025

জি২০ সম্মেলনের আগে মুখোমুখি মোদি-হাসিনা! কী কী বিষয়ে আলোচনা হল দুই রাষ্ট্রপ্রধানের?

Date:

শনিবারই জি২০ সম্মেলন(G20 Summit) ভারতে। ইতিমধ্যে, শুক্রবারই দিল্লিতে এসে পৌঁছেছেন একাধিক দেশের হেভিওয়েটরা। শুক্রবার এমন আবহেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Seikh Hasina) সঙ্গে বৈঠক সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন বিকেলে নয়াদিল্লিতে নিজের বাসভবনে হাসিনার সঙ্গে বৈঠক করেন দুই দেশের প্রধানমন্ত্রী। বৈঠকে হাজির ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ দু’দেশের একাধিক শীর্ষ আধিকারিকরা।

তবে এদিন মোদি এবং হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে ভারত বা বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে আপাতত কিছু জানানো হয়নি। তবে এদিন দু’জনকেই হাসিমুখে দেখা গিয়েছে। এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা আসার পর তাঁকে নিজেই বিমানবন্দরে স্বাগত জানান যান নরেন্দ্র মোদি। এদিনের বৈঠকের ঠিক পর পরই প্রধানমন্ত্রী মোদি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক।”

তব সংশ্লিষ্ট মহলের মতে, ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ভারত ও বাংলাদেশের মধ্যে এদিন ৩ টি বিষয়ে মউ স্বাক্ষর হয়। তবে এদিন শুধু হাসিনা-ই নন মরিশাসের প্রধানমন্ত্রী প্ররিন্দ জগন্নাথের সঙ্গেও বৈঠক করেন মোদি।

আরও পড়ুন- বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের সুশাসন! স্বাধীনতার ৭৬ বছর পর গ্রামে জল নিয়ে আসা ডিএমকে রাতারাতি বদলি

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version