Monday, August 25, 2025

৯০ নট আউট আশা ভোঁসলে ! লাইভ অনুষ্ঠানেই জন্মদিনের সেলিব্রেশন কিংবদন্তির

Date:

Share post:

আজও অনবদ্য আশা (Asha Bhosle), তাঁর কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে আছে ভারতের সঙ্গীত মহল (Indian Music Industry)। এভারগ্রিন শিল্পীর আজ ৯০ বছরের জন্মদিন। রাত ১২ টার পর থেকেই সমাজমাধ্যম জুড়ে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। আজও তাই গানে গানেই ধুমধাম করে জন্মদিন কাটাবেন বর্ষীয়ান এই শিল্পী। আজ দুবাইতে একটি লাইভ অনুষ্ঠানে এদিন নিজের হিট গানগুলো গাওয়ার পরিকল্পনা রয়েছে আশা ভোঁসলের (Asha Bhosle birthday celebration)। কিন্তু জন্মদিনে পার্টি না করে অনুষ্ঠান কেন? আশা জানাচ্ছেন দীর্ঘ প্রায় আশি বছরের ক্যারিয়ারে দর্শক আর শ্রোতারাই তাঁর সবচেয়ে কাছের মানুষ। তিনি এমনিতেই ধুমধাম করে জীবনের উদযাপন করতে পছন্দ করেন। তাঁর গানেও সেই প্রাণশক্তির স্পর্শ মেলে। সেই কারণেই বিশাল এই লাইভ কনসার্টের আয়োজন, জানান আশা।

প্রজন্মের পর প্রজন্ম আশা ভোঁসলের সুরেলা কণ্ঠে মেতে আছে। আজও বাড়ির বয়স্ক লোকেরা থেকে শুরু করে তরুণ প্রজন্ম ‘ ক্যাবারে’ জাদুতে শুধুই তাঁর কথা মনে করেন। মাত্র ১০ বছর বয়সে নিজের সঙ্গীত জীবন শুরু করেন যা আজও এগিয়ে নিয়ে চলেছেন। সারা জীবনে প্রায় ১২ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। তিনি কোনও একক শিল্পী নন, তিনি আসলে এক প্রতিষ্ঠান। নিজস্ব অভিনবত্বে গানের স্টাইলে স্বতন্ত্রতার ছোঁয়া এনেছিলেন। আজকের অনুষ্ঠানে প্রায় ৫০ জন যন্ত্রশিল্পী মঞ্চে উপস্থিত থাকবেন আশার সহকারী হিসেবে। গানের পাশাপাশি, দর্শকদের সঙ্গে মঞ্চ থেকেই নানা কথাবার্তাও বলবেন গায়িকা। ভাগ করে নেবেন দীর্ঘ কেরিয়ারের নানা মুহূর্তের গল্প। সঙ্গীতের আকাশে তখন গীতা দত্ত, লতা মঙ্গেশকরের মতো তারকারা ঝলমল করছেন,তখন নিজের পরিচিতি তৈরি করার কঠিন লড়াইয়ের কথাও উঠে আসবে সেখানে। সংসার চালানোর তাগিদে গান গাইতে শুরু করা নক্ষত্রের জীবনের সুরসফরে আজ ডুবে আছেন আশা অনুরাগীরা।

spot_img

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...