Monday, January 12, 2026

৯০ নট আউট আশা ভোঁসলে ! লাইভ অনুষ্ঠানেই জন্মদিনের সেলিব্রেশন কিংবদন্তির

Date:

Share post:

আজও অনবদ্য আশা (Asha Bhosle), তাঁর কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে আছে ভারতের সঙ্গীত মহল (Indian Music Industry)। এভারগ্রিন শিল্পীর আজ ৯০ বছরের জন্মদিন। রাত ১২ টার পর থেকেই সমাজমাধ্যম জুড়ে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। আজও তাই গানে গানেই ধুমধাম করে জন্মদিন কাটাবেন বর্ষীয়ান এই শিল্পী। আজ দুবাইতে একটি লাইভ অনুষ্ঠানে এদিন নিজের হিট গানগুলো গাওয়ার পরিকল্পনা রয়েছে আশা ভোঁসলের (Asha Bhosle birthday celebration)। কিন্তু জন্মদিনে পার্টি না করে অনুষ্ঠান কেন? আশা জানাচ্ছেন দীর্ঘ প্রায় আশি বছরের ক্যারিয়ারে দর্শক আর শ্রোতারাই তাঁর সবচেয়ে কাছের মানুষ। তিনি এমনিতেই ধুমধাম করে জীবনের উদযাপন করতে পছন্দ করেন। তাঁর গানেও সেই প্রাণশক্তির স্পর্শ মেলে। সেই কারণেই বিশাল এই লাইভ কনসার্টের আয়োজন, জানান আশা।

প্রজন্মের পর প্রজন্ম আশা ভোঁসলের সুরেলা কণ্ঠে মেতে আছে। আজও বাড়ির বয়স্ক লোকেরা থেকে শুরু করে তরুণ প্রজন্ম ‘ ক্যাবারে’ জাদুতে শুধুই তাঁর কথা মনে করেন। মাত্র ১০ বছর বয়সে নিজের সঙ্গীত জীবন শুরু করেন যা আজও এগিয়ে নিয়ে চলেছেন। সারা জীবনে প্রায় ১২ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। তিনি কোনও একক শিল্পী নন, তিনি আসলে এক প্রতিষ্ঠান। নিজস্ব অভিনবত্বে গানের স্টাইলে স্বতন্ত্রতার ছোঁয়া এনেছিলেন। আজকের অনুষ্ঠানে প্রায় ৫০ জন যন্ত্রশিল্পী মঞ্চে উপস্থিত থাকবেন আশার সহকারী হিসেবে। গানের পাশাপাশি, দর্শকদের সঙ্গে মঞ্চ থেকেই নানা কথাবার্তাও বলবেন গায়িকা। ভাগ করে নেবেন দীর্ঘ কেরিয়ারের নানা মুহূর্তের গল্প। সঙ্গীতের আকাশে তখন গীতা দত্ত, লতা মঙ্গেশকরের মতো তারকারা ঝলমল করছেন,তখন নিজের পরিচিতি তৈরি করার কঠিন লড়াইয়ের কথাও উঠে আসবে সেখানে। সংসার চালানোর তাগিদে গান গাইতে শুরু করা নক্ষত্রের জীবনের সুরসফরে আজ ডুবে আছেন আশা অনুরাগীরা।

spot_img

Related articles

প্রতি বছরের মতো স্বামীজির জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন অভিষেকের

প্রতি বছরের মতো এবারও স্বামী বিবেকানন্দর (Swami Vivekananda) জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের (TMC) সর্বভাতীয়...

হাওড়া থেকে গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ৩ সদস্য

কবাডি খেলোয়াড়কে খুনের পর থেকেই পলাতক! পঞ্জাব থেকে হাওড়া, গা-ঢাকা দিয়েও শেষ রক্ষা হয় নি। অবশেষে পুলিশের জালে...

এক গ্রাম থেকেই ১১০০ মানুষকে SIR নোটিশ! পথ অবরোধ করে সুরাহা দাবি

এসআইআর হয়রানি যে বাংলার বৈধ ভোটারদের হয়রান করার জন্য, তার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠে এল পূর্ব বর্ধমানের কাটোয়ার...

৫ বছর পর পরিচালনায় ফিরছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়

ব্যক্তিগত সমস্যা, কোভিড, শারীরিক অসুস্থতা সবমিলিয়ে জেরবার ছিলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chattopadhyay)। পরিচালনার পাঠ একপ্রকার চুকিয়েই দিয়েছিলেন...