Sunday, August 24, 2025

৯০ নট আউট আশা ভোঁসলে ! লাইভ অনুষ্ঠানেই জন্মদিনের সেলিব্রেশন কিংবদন্তির

Date:

আজও অনবদ্য আশা (Asha Bhosle), তাঁর কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে আছে ভারতের সঙ্গীত মহল (Indian Music Industry)। এভারগ্রিন শিল্পীর আজ ৯০ বছরের জন্মদিন। রাত ১২ টার পর থেকেই সমাজমাধ্যম জুড়ে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। আজও তাই গানে গানেই ধুমধাম করে জন্মদিন কাটাবেন বর্ষীয়ান এই শিল্পী। আজ দুবাইতে একটি লাইভ অনুষ্ঠানে এদিন নিজের হিট গানগুলো গাওয়ার পরিকল্পনা রয়েছে আশা ভোঁসলের (Asha Bhosle birthday celebration)। কিন্তু জন্মদিনে পার্টি না করে অনুষ্ঠান কেন? আশা জানাচ্ছেন দীর্ঘ প্রায় আশি বছরের ক্যারিয়ারে দর্শক আর শ্রোতারাই তাঁর সবচেয়ে কাছের মানুষ। তিনি এমনিতেই ধুমধাম করে জীবনের উদযাপন করতে পছন্দ করেন। তাঁর গানেও সেই প্রাণশক্তির স্পর্শ মেলে। সেই কারণেই বিশাল এই লাইভ কনসার্টের আয়োজন, জানান আশা।

প্রজন্মের পর প্রজন্ম আশা ভোঁসলের সুরেলা কণ্ঠে মেতে আছে। আজও বাড়ির বয়স্ক লোকেরা থেকে শুরু করে তরুণ প্রজন্ম ‘ ক্যাবারে’ জাদুতে শুধুই তাঁর কথা মনে করেন। মাত্র ১০ বছর বয়সে নিজের সঙ্গীত জীবন শুরু করেন যা আজও এগিয়ে নিয়ে চলেছেন। সারা জীবনে প্রায় ১২ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। তিনি কোনও একক শিল্পী নন, তিনি আসলে এক প্রতিষ্ঠান। নিজস্ব অভিনবত্বে গানের স্টাইলে স্বতন্ত্রতার ছোঁয়া এনেছিলেন। আজকের অনুষ্ঠানে প্রায় ৫০ জন যন্ত্রশিল্পী মঞ্চে উপস্থিত থাকবেন আশার সহকারী হিসেবে। গানের পাশাপাশি, দর্শকদের সঙ্গে মঞ্চ থেকেই নানা কথাবার্তাও বলবেন গায়িকা। ভাগ করে নেবেন দীর্ঘ কেরিয়ারের নানা মুহূর্তের গল্প। সঙ্গীতের আকাশে তখন গীতা দত্ত, লতা মঙ্গেশকরের মতো তারকারা ঝলমল করছেন,তখন নিজের পরিচিতি তৈরি করার কঠিন লড়াইয়ের কথাও উঠে আসবে সেখানে। সংসার চালানোর তাগিদে গান গাইতে শুরু করা নক্ষত্রের জীবনের সুরসফরে আজ ডুবে আছেন আশা অনুরাগীরা।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version