ভাঙড়ে আইএসএফের হাত ছাড়লেন শতাধিক কর্মী!যোগ তৃণমূলে

ভাঙড়ে আবারও ভাঙন আইএসএফের। এ বার কয়েকশো আইএসএফ কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শুক্রবার সকালে ভাঙড়ের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নাটাপুকুর ৬১ নম্বর বুথ থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাঁরা। এলাকার তৃণমূল কংগ্রেস নেতা খইরুল ইসলামের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় আইএসএফ কর্মীরা।

আরও পড়ুনঃ কার দখলে থাকবে ধূপগুড়ি? আজ গণনা
পঞ্চায়েত নির্বাচনের আগেও ভাঙড়ে আইএসএফ শিবিরে ভাঙন হয়। ভাঙড়ে ১০০ জন আইএসএফ কর্মী যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল নেতা সওকত মোল্লা, আরাবুল ইসলামদের হাত ধরে তাঁরা তৃণমূলে যোগ দেন। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। পচ্ঞায়েত ভোটের রেজাল্ট আউট হওয়ার পরও ভাঙড়ের একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসে যোগ দেয় আইএসএফের কর্মী সমর্থকরা। আজ শাসক দলে যোগ দিয়ে এক আইএসএফ কর্মী আরসাদ সাঁফুই বলেন, “নিজেদের ভুল বুঝে আবারও তৃণমূল কংগ্রেসে ফিরে এলাম। এলাকায় উন্নয়ন করতে হলে তৃণমূলের সঙ্গে থাকতে হবে।”

 

Previous articleলাল ফৌজ রুখতে লাদাখে আনুমানিক তিন হাজার কোটি টাকা ব্যয় করে তৈরি হচ্ছে বিমানঘাঁটি
Next articleমেসিকে নিয়ে বিরাট বার্তা CR7-এর, ‘আমরা বন্ধু নই’, তবে আমরা পরস্পরকে শ্রদ্ধা করি’: রোনাল্ডো