Wednesday, May 14, 2025

ইন্ডিয়া জোটে(INDIA Alliance) আমন্ত্রণ না পেয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন জেডি(এস) প্রধান এইচ ডি দেবেগৌড়া। এবার ২০২৪ এর নির্বাচনের লক্ষ্যে বিজেপির সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নিলেন তিনি। যোগ দিলেন এনডিএ জোটে। অবশ্য জেডি(এস)-এর এনডিএ জোটের আভাস আগেই দিয়েছিলেন দেবেগৌড়ার পুত্র কুমারস্বামী(HD Kumarswami)। সেইমতো এবার বিরোধী শিবিরে ‘ব্রাত্য’ হয়ে নির্বাচনী অঙ্কে ফায়দা তুলতে এনডিএতে(NDA) যোগ দিল কন্নড় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দল। জানা যাচ্ছে, লোকসভায় বিজেপির সঙ্গে জোট বেঁধে কর্নাটকে লড়বে তারা।

লোকসভা নির্বাচনে মাথায় রেখে বিরোধীরা জোটবদ্ধ হলেও সেই জোটে আমন্ত্রণ জানানো হয়নি জেডিএসকে(JDS)। এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ ছিলেন কুমারস্বামী। প্রকাশ্যে জানিয়েছিলেন, ওরা আমাদের গুরুত্ব দেয় না। এবং সুযোগ তৈরি হলে জেডিএস যে এনডিএ-তে যোগ দেবে সেকথাও স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। সেইমতো লাভ ক্ষতি হিসেব করে এনডিএ-তে যোগ দিল জেডিএস। তবে এই পদক্ষেপের পিছনে রাজনৈতিক মহলের ধারণা, কর্নাটকে বিধানসভা নির্বাচনে চুড়ান্ত ভরাডুবির পর নিজেদের ভোটব্যাংক পুনরুদ্ধার করতে উঠে পড়ে লেগেছে জেডিএস। জেডিএস (JDS) শীর্ষ নেতৃত্ব মনে করেন, বিজেপির সঙ্গে জোট করলে সেরাজ্যে কংগ্রেসকে হারানো সম্ভব। সেকারণেই লোকসভার আগে তাঁরা ভিড়ছেন গেরুয়া শিবিরে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার(HD Deve Gowda) সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ব্যক্তিগত সম্পর্ক ভাল। সেই সম্পর্ককে কাজে লাগিয়েই জোটের জমি তৈরি হয়েছে। কুমারস্বামী ইতিমধ্যেই মোদি এবং জেপি নাড্ডার সঙ্গে দেখা করে জোট বাঁধার বিষয়টি নিশ্চিত করেছেন। কর্নাটকের ২৮টি আসন নিয়ে আসনরফাও মোটামুটিভাবে হয়ে গিয়েছে। ২৮ আসনের মধ্যে ৫টি আসনে লড়ার প্রস্তাব দিয়েছে জেডিএস। এই পাঁচ আসনে বেশ শক্তিশালী জেডিএস। বিজেপিও প্রাথমিকভাবে জেডিএসকে ওই ৫ আসন ছাড়তে রাজি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, কর্নাটক বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে পর্যন্ত নিজেকে প্রবলভাবে বিজেপি (BJP) বিরোধী বলে দাবি করতেন দেবেগৌড়ার পুত্র কুমারস্বামী। বিরোধী শিবিরের সব বৈঠকে থাকত তাঁর দল। এমনকী কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করে গিয়েছিলেন দেবেগৌড়ার ছেলে তথা জেডিএসের বর্তমান সুপ্রিমো এইচডি কুমারস্বামী। কিন্তু কন্নড়ভূমে পালাবদল হতেই সুর বদলে গিয়েছে তাঁদের।

Related articles

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...

জামিন মেলেনি সুপ্রিম কোর্টে! এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ

নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে জামিন না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১৯ মে বিচারপতি...

ধান সংগ্রহে স্বচ্ছতা আনতে তিনস্তরের মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ রাজ্যের

কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং কার্যকর করতে তৎপর রাজ্য সরকার। এই...
Exit mobile version