Monday, August 25, 2025

গত কুড়ি বছরের মধ্যে এই প্রথমবার! ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীত ৩০ জনের তালিকায় স্থান পেলেন না পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাঁচবারের ব্যালনজয়ী রোনাল্ডো ছাড়াও এই তালিকায় নাম নেই ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার দ্য সিলভারও। তবে রয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে এবং আর্লিং হালান্ড।

মেসি নিজে সাতবারের ব্যালন ডি’অরজয়ী। ক্লাব ফুটবলের শেষ মরশুমটা খুব একটা ভাল কাটেনি আর্জেন্তাইন মহাতারকার। তবে বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স করে আর্জেন্তিনাকে চ্যাম্পিয়ন করার জন্যই তালিকায় নাম রয়েছে মেসির।অন্যদিকে, হালান্ড গত মরশুমে ম্যাঞ্চেস্টার সিটির ত্রিমুকুট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সব টুর্নামেন্ট মিলিয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেছিলেন হালান্ড। ফরাসি তারকা এমবাপে বিশ্বকাপে সোনার বুট জেতার পাশাপাশি পিএসজির হয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। গতবারের ব্যালন ডি’অর পুরস্কারজয়ী করিম বেঞ্জেমার নামও রয়েছে তালিকায়।

এদিকে মেয়েদের ব্যালন ডি’অর পুরস্কার জেতার বড় দাবিদার স্পেনের এইতানা বোনমাতি। দেশের হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সোনার বল জিতেছিলেন তিনি। এছাড়া মেয়েদের বিশ্বকাপজয়ী স্পেন দল থেকে আরও পাঁচজনের নাম তালিকায় রয়েছে। যদিও গত দু’বারের পুরস্কারজয়ী অ্যালেক্সিস পুতেয়াসের নাম এবারের তালিকায় নেই। আগামী ৩০ অক্টোবর প্যারিসে ব্যালন ডি’অর পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন:মেসিকে নিয়ে বিরাট বার্তা CR7-এর, ‘আমরা বন্ধু নই’, তবে আমরা পরস্পরকে শ্রদ্ধা করি’: রোনাল্ডো

 

 

 

 

 

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...
Exit mobile version