Wednesday, November 5, 2025

গত কুড়ি বছরের মধ্যে এই প্রথমবার! ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীত ৩০ জনের তালিকায় স্থান পেলেন না পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাঁচবারের ব্যালনজয়ী রোনাল্ডো ছাড়াও এই তালিকায় নাম নেই ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার দ্য সিলভারও। তবে রয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে এবং আর্লিং হালান্ড।

মেসি নিজে সাতবারের ব্যালন ডি’অরজয়ী। ক্লাব ফুটবলের শেষ মরশুমটা খুব একটা ভাল কাটেনি আর্জেন্তাইন মহাতারকার। তবে বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স করে আর্জেন্তিনাকে চ্যাম্পিয়ন করার জন্যই তালিকায় নাম রয়েছে মেসির।অন্যদিকে, হালান্ড গত মরশুমে ম্যাঞ্চেস্টার সিটির ত্রিমুকুট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সব টুর্নামেন্ট মিলিয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেছিলেন হালান্ড। ফরাসি তারকা এমবাপে বিশ্বকাপে সোনার বুট জেতার পাশাপাশি পিএসজির হয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। গতবারের ব্যালন ডি’অর পুরস্কারজয়ী করিম বেঞ্জেমার নামও রয়েছে তালিকায়।

এদিকে মেয়েদের ব্যালন ডি’অর পুরস্কার জেতার বড় দাবিদার স্পেনের এইতানা বোনমাতি। দেশের হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সোনার বল জিতেছিলেন তিনি। এছাড়া মেয়েদের বিশ্বকাপজয়ী স্পেন দল থেকে আরও পাঁচজনের নাম তালিকায় রয়েছে। যদিও গত দু’বারের পুরস্কারজয়ী অ্যালেক্সিস পুতেয়াসের নাম এবারের তালিকায় নেই। আগামী ৩০ অক্টোবর প্যারিসে ব্যালন ডি’অর পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন:মেসিকে নিয়ে বিরাট বার্তা CR7-এর, ‘আমরা বন্ধু নই’, তবে আমরা পরস্পরকে শ্রদ্ধা করি’: রোনাল্ডো

 

 

 

 

 

Related articles

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...
Exit mobile version