Thursday, August 28, 2025

গত কুড়ি বছরের মধ্যে এই প্রথমবার! ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীত ৩০ জনের তালিকায় স্থান পেলেন না পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাঁচবারের ব্যালনজয়ী রোনাল্ডো ছাড়াও এই তালিকায় নাম নেই ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার দ্য সিলভারও। তবে রয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে এবং আর্লিং হালান্ড।

মেসি নিজে সাতবারের ব্যালন ডি’অরজয়ী। ক্লাব ফুটবলের শেষ মরশুমটা খুব একটা ভাল কাটেনি আর্জেন্তাইন মহাতারকার। তবে বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স করে আর্জেন্তিনাকে চ্যাম্পিয়ন করার জন্যই তালিকায় নাম রয়েছে মেসির।অন্যদিকে, হালান্ড গত মরশুমে ম্যাঞ্চেস্টার সিটির ত্রিমুকুট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সব টুর্নামেন্ট মিলিয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেছিলেন হালান্ড। ফরাসি তারকা এমবাপে বিশ্বকাপে সোনার বুট জেতার পাশাপাশি পিএসজির হয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। গতবারের ব্যালন ডি’অর পুরস্কারজয়ী করিম বেঞ্জেমার নামও রয়েছে তালিকায়।

এদিকে মেয়েদের ব্যালন ডি’অর পুরস্কার জেতার বড় দাবিদার স্পেনের এইতানা বোনমাতি। দেশের হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সোনার বল জিতেছিলেন তিনি। এছাড়া মেয়েদের বিশ্বকাপজয়ী স্পেন দল থেকে আরও পাঁচজনের নাম তালিকায় রয়েছে। যদিও গত দু’বারের পুরস্কারজয়ী অ্যালেক্সিস পুতেয়াসের নাম এবারের তালিকায় নেই। আগামী ৩০ অক্টোবর প্যারিসে ব্যালন ডি’অর পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন:মেসিকে নিয়ে বিরাট বার্তা CR7-এর, ‘আমরা বন্ধু নই’, তবে আমরা পরস্পরকে শ্রদ্ধা করি’: রোনাল্ডো

 

 

 

 

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version