ধূপগুড়ি উপনির্বাচনে হেরে CPIM-র সমর্থন ভিক্ষা শুভেন্দুর, পাল্টা সেলিম

জেতা আসন হারিয়ে এখন বামেদের দলে টানতে মরিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে হারের ফলে আরও এক বিধায়ক কমেছে গেরুয়া শিবিরের। জয়ী হয়েছে তৃণমূল (TMC)। এই পরিস্থিতিতে বামেদের নীচুতলার কর্মীদের দলে টানতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিকে শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করেছেন সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim)।

শুক্রবার, ধূপগুড়ি উপনির্বাচনের লজ্জাজনক হারের পরে শনিবার হাওড়ার বাঁধাঘাট মোড়ে বিজেপির (BJP) জনসভায় শুভেন্দু অধিকারীর দাবি, যে ১৩ হাজার ভোট ধূপগুড়ির বামপ্রার্থী পেয়েছেন, তার মধ্যে সাড়ে বারো হাজার ভোট রাষ্ট্রবাদীদের। এর পরেই বাম কর্মী সমর্থকদের দলে আহ্বান জানিয়ে দলবদলু শুভেন্দু বলেন, “নীচুতলার কমরেডরা বিজেপির সঙ্গে আসুন। কার্যকর্তা হতে হবে না। বিজেপির জনসভা দূর থেকে দেখুন। বাংলাকে বাঁচাতে নো ভোট টু মমতা বলুন।”

বাম-কংগ্রেস জোট সংখ্যালঘু ভোট পায়নি বলেও দাবি শুভেন্দু অধিকারীর। বিজেপি বিধায়কের মন্তব্যের জবাবে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, ‘‘ধূপগুড়িতে যদি উল্টো ফল হত, তা হলে তৃণমূল বলত সিপিএম ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দিয়েছে।” শুভেন্দু আরএসএস-এর লাইনে চলছে বলেই বামপন্থীদের নিশানা করছেন বলেন অভিযোগ সেলিমের। বিজেপির বিরুদ্ধে বামেদের লড়াই জারি থাকবে বলে জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক।

আরও পড়ুন- ‘দলের সব থেকে বেশি চাপ সামলাতে হয় আমাকেই’, ভারত-পাক মহারণের আগে বললেন হার্দিক

 

Previous article‘দলের সব থেকে বেশি চাপ সামলাতে হয় আমাকেই’, ভারত-পাক মহারণের আগে বললেন হার্দিক
Next articleজালিয়াতি আটকাতে কঠোর পদক্ষেপ! এবার শুধুমাত্র জেলাশাসক স্তরেই মিলবে কাস্ট সার্টিফিকেট