সস্তা হচ্ছে ইনসুলিন! ভারতকে বড় ঋণ দেওয়ার সিদ্ধান্ত আমেরিকার!

এই সংস্থা আমেরিকার সাহায্য নিয়ে ডায়েবেটিস চিকিৎসায় যুগন্তকারী পরিবর্তন আনার অঙ্ক কষছেন। ফলে ভারত সহ গোটা বিশ্ব লাভবান হবে বলেই আশা।

ডায়াবেটিস (Diabetes)রোগিদের জন্য ইনসুলিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে যাতে এই ইনসুলিনের সমস্যা না হয় সেই কারণে এবার সাহায্যের হাত বাড়াল মার্কিন মুলুক। হায়দরাবাদ ভিত্তিক সংস্থা জেনেসিস বায়োলজিকসের (GeneSys Biologics Pvt Ltd) সাথে ৫০ মিলিয়ন ডলার বা প্রায় ৪০০ কোটি টাকার ঋণের চুক্তি করেছে মার্কিন ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন (Development Finance Corporation)। সাধারণত তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে কৃষি, জলবায়ু এমনকি স্বাস্থ্যখাতেও বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে এই সংস্থা। এবার ভারতের স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করতে বড় পদক্ষেপ DFC-এর।

বছর তিনেক আগে বিশ্বে যখন কোভিড ভাইরাসের বাড়বাড়ন্ত তখন আমেরিকার পাশে দাঁড়িয়েছিল ভারত। এদেশ থেকে বিপুল পরিমাণে হাইড্রোক্সিক্লোরোকুইন সেদেশে পাঠানো হয়েছিল। যদিও ওই ওষুধের কার্যকারিতা প্রশ্নাতীত নয় তবুও আমেরিকা সেই সাহায্য ভোলেনি বলেই মনে করা হচ্ছে। ৪০০ কোটি টাকা ঋণ পেয়ে জেনেসিস বায়োলজিকস তেলেঙ্গানায় একটি অত্যাধুনিক ওষুধ প্রস্তুতকারক ইউনিট গড়বে বলে জানা যাচ্ছে। এই সংস্থা আমেরিকার সাহায্য নিয়ে ডায়েবেটিস চিকিৎসায় যুগন্তকারী পরিবর্তন আনার অঙ্ক কষছেন। ফলে ভারত সহ গোটা বিশ্ব লাভবান হবে বলেই আশা। কিন্তু এতে আমেরিকার কি কোনও স্বার্থই নেই? বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকায় ইনসুলিনের চড়া দামের বিষয়ে মোটামুটি অনেকেই জানেন। এই আবহে জেনেসিস তাদের তৈরি ইনসুলিন আমেরিকায় সস্তায় বিক্রি করার পরিকল্পনা করছে। এতে দুই দেশের জন্যই এক স্বাস্থ্যকর আবহ তৈরি হবে যা অর্থনৈতিক সমৃদ্ধিতেও সাহায্য করবে। ভারতে ইনসুলিন আরও সস্তা হবে। মার্কিন সংস্থা সিভিকা আরএক্স-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে জেনেসিস বায়োলজিকস।

Previous articleনভেম্বরেই ভার্চুয়াল অধিবেশন! দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের সমাপ্তি ঘোষণা মোদির
Next articleঅধীর গড়ে বেসামাল কংগ্রেস, রানিনগরে তৃণমূলে যোগ ২ সদস্যের