Tuesday, May 6, 2025

নতুন বায়না রাজ্য়পালের! এবার রাজভবনের পুলিশের পোশাকের রং নিয়ে সমস্যা আনন্দ বোসের

Date:

এবার নতুন বায়না রাজ্য়পাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose)। রাজভবনের গেটে থাকবে কলকাতা পুলিশ (Kolkata Police) কিন্তু তারা পরবে খাঁকি পোশাক। অর্থাৎ যেকোনও উপায়ই তিনি সমান্তরাল শাসন চালাতে চাইছেন।

রাজ্যের শিক্ষা ব্য়বস্থা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের পরে এবার রাজভবনের গেটের বাইরে কর্তব্যরত পুলিশের পোশাকের রং নিয়ে সংঘাতের পথে হাঁটতে চাইছেন রাজ্যপাল। Kolkata Police সূত্রে খবর, এডিসি মর্যাদার আধিকারিকদের তিনি স্পষ্ট জানান রাজভবনের বাইরে ডিউটিতে থাকা পুলিশের পোশাক হতে হবে খাঁকি রঙের।

আরও পড়ুন: অধীর গড়ে বেসামাল কংগ্রেস, রানিনগরে তৃণমূলে যোগ ২ সদস্যের

এডিসিদের পক্ষে থেকে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে স্পষ্ট জানানো হয়, যেহেতু কলকাতা পুলিশের উর্দি সাদা রঙের, সেই কারণে এ বিষয়ে আচমকা কোনও বদল সম্ভব নয়। তবে, সেই সব যুক্তি নাকি শুনতে নারাজ আনন্দ বোস। তিনি চাইছেন, যে কোনও ভাবেই হোক পুলিশের পোশাকের বাদলাতে। ফলে নতুন করে আবার একটা বিতর্ক তৈরি হল বলেই মনে করা হচ্ছে।

নানা বিষয় নিয়ে রাজ্যের সঙ্গে দফায় দফায় সংঘাতে জড়িয়ে পড়ছেন রাজ্যপাল। তার মধ্য নবতম সংযোজন মধ্যরাতের নাটক। শেষে দুটি রহস্যময় চিঠি পাঠিয়ে খান্ত দিয়েছেন রাজ্যপাল বোস। এবার পুলিশের পোশাকের রং নিয়ে বায়না জুড়েছেন রাজ্য়ের সাংবিধানিক প্রধান।

কলকাতা পুলিশের সাদা পোশাক বিধি আজকের নয়, প্রায় ১৮০ বছরের পুরনো। প্রধানত কলকাতার আর্দ্র আবহাওয়া ও গরমের কথা মাথায় রেখেই এই এই পোশাকবিধি চালু হয় কলকাতা পুলিশের। কিন্তু দেশের অন‌্য প্রায় সব রাজ্যেই পুলিশের পোশাকের রং খাঁকি। বিজেপি-র কথায় চলা আনন্দ বোস, সেই রীতিই পালন করতে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজভবনের নিরাপত্তা, যেকোনও বিক্ষোভ-সমাবেশ যাঁরা সামলান শুধুমাত্র রাজনৈতিক ধুঁয়ে তুলে তাঁদের হেনস্থা করার আনন্দ বোসের চেষ্টার সমালোচনা বিভিন্ন মহলে।

 

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version