Sunday, November 16, 2025

নভেম্বরেই ভার্চুয়াল অধিবেশন! দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের সমাপ্তি ঘোষণা মোদির

Date:

Share post:

নভেম্বরে (November) মাসে ভার্চুয়াল অধিবেশন। রবিবার দিল্লিতে জি-২০ (G20 Summit) শীর্ষ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করে এমনই ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন নয়া দিল্লির ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই অধিবেশনেই সভাপতিত্ব হস্তান্তর হয়। তারপরই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী। শনিবার থেকে এই সম্মেলন শুরু হয়। সেই সম্মেলনে অংশ নেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন থেকে শুরু করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, ব্রাজিলিয়ান রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা-সহ জি ২০-র বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

রবিবার সমাপ্তি ঘোষণার আগে পরবর্তী জি-২০ সম্মেলনের সভাপতিত্ব অর্পণ করা হয় ব্রাজিলের (Brazil) রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার হাতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হস্তান্তর করেন। তারপরই তিনি সমাপ্তি ঘোষণা করে জানিয়ে দেন আগামী নভেম্বর মাসে ভার্চুয়াল অধিবেশন হবে। তারপর জি-২০ শীর্ষ সম্মেলন বসবে ব্রাজিলে। জানা গিয়েছে, চলতি বছরের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করবে ব্রাজিল। দিল্লিতে জি-২০ সম্মেলনে উপস্থিত হয়ে ব্রাজিলের রাষ্ট্রপতি অর্থনীতি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। এবার ভারতের গুণগ্রাহী লুলা দ্য সিলভার হাতেই অর্পণ তুলে দেওয়া হল সভাপতিত্বের ব্যাটন। এদিন নরেন্দ্র মোদি ব্যাটন তুলে দিয়ে জি-২০ সম্মেলনের পরবর্তী সভাপতিত্বের জন্য ব্রাজিলকে শুভেচ্ছা জানান।

২০২৪-এ জি-২০ সম্মেলনের হবে ব্রাজিলে। সেখানই মিলিত হবে জি-২০ গোষ্ঠীর সমস্ত সদস্য দেশ। তবে জি-২০ সম্মেলনের বৈঠকে উপস্থিত হয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা বলেন, একশ্রেণির মানুষের হাতেই সব সম্পদ রয়েছে। লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার জ্বালা নিয়ে দিন কাটাচ্ছেন। সমাজ থেকে অসাম্য দূর করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, লিঙ্গ এবং জাতি বৈষম্য দূর করতে হবে। এদিকে রবিবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বাইডেন, সুনক থেকে শুরু করে স্পেনের ভাইস প্রেসিডেন্ট নাদিয়া ক্যালভিনো,  জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা সহ বিশিষ্ট রাষ্ট্রনেতারা।

 

 

 

 

 

 

spot_img

Related articles

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...