আগামী ১৩ সেপ্টেম্বর দিল্লিতে INDIA জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। আর দেখে দেখে ওইদিনেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। কলকাতার ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। জানা গিয়েছে, প্রতিবারের মতো এবারও নির্দিষ্ট দিনে হাজিরা ফেবেন অভিষেক। তবে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিজেপির প্রতিহিংসার রাজনীতির কঙ্কালসার চেহারাটা ফের সামনে চলে এলো। আসলে বিরোধী মহাজোটকে ভয় পেয়েছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা।

আরও পড়ুনঃপৃথিবী থেকে আর দূরত্ব বাড়ল সৌরযান,আরও একটি কক্ষপথ বদলে সূর্যের আরও কাছে আদিত্য এল ১
অভিষেককে ইডির তলব নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। ‘টিম ইন্ডিয়ার সমন্বয় সাধনকারি দলের প্রথম মিটিংয়ের দিনেই আবার ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়তে হবে লম্বা লম্বা ল্যাজ নিয়ে.. আঁচড় কামড় চালিয়ে যেতে হবে আবারও কিছুদিন’! ফেসবুকে পোস্ট দিলেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।

তৃণমূল যুবনেতা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘তৃণমূলে নবজোয়ার কর্মসূচি তখন মধ্যগগনে। ২৪ ঘন্টার নোটিশে ডেকে পাঠানো হলো তাকে। মাঝপথে কর্মসূচি থামিয়ে তিনি গেলেন; বুক চিতিয়ে বেরিয়ে এসে পুনরায় কর্মসূচিতে যোগ দেওয়ার পরেই আবার ডেকে পাঠানো হলো তাকে! কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর এই ফন্দি-ফিকির ধরে ফেলতে শুরু করল বাংলার মানুষ। আবার ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়তে হবে লম্বা লম্বা ল্যাজ নিয়ে.. আঁচড় কামড় চালিয়ে যেতে হবে আবারও কিছুদিন’!
