Wednesday, December 24, 2025

অভিষেকের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ, ধূপগুড়িকে মহকুমা ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ। মানুষের বহুদিনের চাহিদা পূরণ করতে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের সিদ্ধান্ত জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ধূপগুড়ি-বানারহাট ও কিছু গ্রামাঞ্চল নিয়ে মহকুমা হচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী।

গত ২ সেপ্টেম্বর ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর গলায় জানিয়েছিলেন, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িতে মহকুমা হিসেবে তৈরি করা হবে। রাজনৈতিক মহলের দাবি, অভিষেকের এই মাস্টার-স্ট্রোকেই ধূপগুড়ি জয় সহজ হয়েছে তৃণমূলের। জয়ের পর ধূপগুড়ির মানুষকে ধন্যবাদও জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘ঘৃণা ও ধর্মান্ধতার রাজনীতিকে হারিয়েছে উন্নয়নের রাজনীতি, ধূপগুড়ির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব’, সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, মাত্র ২৮ মাস আগে একুশের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ির জেতা আসন হাতছাড়া হয় বিজেপির। ধূপগুড়িতে বিজেপির হারের পিছনে ফ্যাক্টর কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহকুমা-ঘোষণা? বিজেপির একটি বড় অংশও মনে করছে, শেষলগ্নের প্রচারে ওই একটি প্রতিশ্রুতি তৃণমূলের পালে হাওয়া দিয়েছে।

গত ১০ বছর ধরে পৃথক মহকুমার দাবি জানিয়ে আসছে ধূপগুড়িবাসী। এবার তাঁদের স্বপ্নপূরণ হল। প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তা বাস্তবায়নের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ধূপগুড়ি উপনির্বাচন নয়, এই সিদ্ধান্ত সুদূরপ্রসারী। লোকসভা ভোটে উত্তরবঙ্গে যে প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।

 

 

 

 

spot_img

Related articles

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...

পর্যটন মরশুমে নিয়মে বদল! বড়দিন ও নববর্ষে খোলা থাকবে ডুয়ার্সের জঙ্গল 

পর্যটকদের কথা মাথায় রেখে ভরা পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর। জঙ্গল সাফারির সাপ্তাহিক রুটিনে সাময়িক পরিবর্তন এনে...

গান্ধীর নাম বাদের প্রতিবাদে কংগ্রেসের মিছিল ঘিরে অশান্তি

দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার...