বাংলার সন্তোষ ট্রফি দলের কোচ হলেন রঞ্জন চৌধুরী, মিনি ডার্বির দিন ঘোষণা আইএফএ-র

এদিকে ফের একবার বাংলার সন্তোষ ট্রফি দলের কোচ হলেন রঞ্জন চৌধুরী। এদিন এমনটাই জানান হয় আইএফএ-এর পক্ষ থেকে।

কলকাতা লিগে মিনি ডার্বির দিন ঘোষণা করল আইএফএ। এদিন প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ ‘এ’ এর হেভিওয়েট ম্যাচের সূচি প্রকাশ করে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা। আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর ৩টে কল‍্যাণী স্টেডিয়ামে মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব।

প্রসঙ্গত সবুজ-মেরুন ব্রিগেডকে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে হলে শেষ দুই ম্যাচে কমপক্ষে এক পয়েন্ট পেতেই হবে। আর শেষ দুই ম্যাচে তাঁদের প্রতিপক্ষ মহামেডান এসসি এবং ডায়মন্ড হারবার এফসি। আর এই দুই দলের বিরুদ্ধে জয় লক্ষ‍্য বাস্তব রায়ের দলের। বর্তমানে মোহনবাগান সুপার জায়েন্ট ১০ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। তৃতীয় স্থানে থাকা কালিঘাট মিলন সংঘের পয়েন্ট সংখ্যা ১২ ম্যাচে ২৪। অন্যদিকে মহামেডান স্পোর্টিং ক্লাবের পয়েন্ট সংখ্যা ১১ ম্যাচে ২৮।

এদিকে ফের একবার বাংলার সন্তোষ ট্রফি দলের কোচ হলেন রঞ্জন চৌধুরী। এদিন এমনটাই জানান হয় আইএফএ-এর পক্ষ থেকে। এর আগে ২০১৮ সালেও সন্তোষ ট্রফির মঞ্চে বাংলা দলের কোচিং করিয়েছিলেন রঞ্জন চ‍ৌধুরী। চলতি মরশুমে ভবানীপুরের কোচ হিসেবে রয়েছেন তিনি। সোমবার আইএফএ অফিসে রঞ্জনের হাতে দায়িত্ব তুলে দেন সংস্থার সচিব অনির্বাণ দত্ত।

এতদিন সন্তোষ ট্রফিতে বাংলার কোচ হত বাছাইয়ের ভিত্তিতে। সেই নিয়মের এবার বদল ঘটছিল। নয়া নিয়মে, বাংলা দলের কোচ হতে গেলে আইএফএ-র কাছে আবেদন করতে হত। আবেদন করেছিলেন রঞ্জন চৌধুরী।

আরও পড়ুন:কোহলিতে মুগ্ধ আক্রম, বিরাটকে নিয়ে বিরাট বার্তা প্রাক্তন পাক ক্রিকেটারের