Friday, November 14, 2025

শহরের স্কুলের সামনে থেকে ছাত্রকে অ*পহরণ, ধোঁয়াশায় তদন্তকারীরা

Date:

শহর কলকাতায় ছাত্রকে অপহরণের অভিযোগ। সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে শহরের লেক থানা এলাকার সেলিমপুরে। সন্ধে পর্যন্ত ওই ছাত্রের কোনও খোঁজ মেলেনি বলেই জানা যাচ্ছে। ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট স্কুল তো বটেই, সমগ্র এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

অভিযোগ, সোমবার দুপুরে লেক থানা এলাকায় স্কুলের সামনে থেকেই একাদশ শ্রেণির ওই ছাত্রকে বাইকে করে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। অপহৃত ছাত্রের বাড়ি সেলিমপুরে। ওই স্কুলের পড়ুয়াদের একাংশ জানাচ্ছে, এদিন দুপুর সাড়ে তিনটেয় স্কুল গেট থেকে বেরতেই একাদশ শ্রেণির ওই ছাত্রকে ঘিরে ধরে ১০ থেকে ১২ জনের একটি দল। অপহরণকারীদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল হেলমেটে। তারা ওই ছাত্রকে জোর করে বাইকে তোলার চেষ্টা করে।বাধা দেওয়ার চেষ্টা করে ওই ছাত্রের সহপাঠীরা। কার্যত ওই ছাত্রকে টেনে হিঁচড়ে বাইকে চাপিয়ে চম্পট দেয় অপহরণকারীরা।

প্রত্যক্ষদর্শী পড়ুয়া জানিয়েছে, দুপুর সাড়ে তিনটে নাগাদ স্কুল থেকে বেরিয়েছিল ওই পড়ুয়া। সেই সময়ই তাকে ঘিরে ধরে কয়েক জন। মারধর শুরু করে। পড়ুয়াদের দাবি, এর পর ওই ছাত্রকে বাইকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। স্কুলের সামনের একটি দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজও পাওয়া গিয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।প্রকাশ্য দিবালোকে এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে পড়ুয়াদের অভিভাবক ও অভিভাবিকাদের মধ্যে।

 

 

 

Related articles

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...
Exit mobile version