‘যত কাণ্ড কলকাতায়’, এবার ‘তোপসে’ হচ্ছেন ‘ফেলুদা’!

0
2

বাঙালির প্রিয় গোয়েন্দা গল্পের নায়ক এবার নিজের চরিত্র বদলাবেন? কলকাতায় (Kolkata) সারা রাত জেগে সেই প্রস্তুতি চলছে। মাস কয়েক আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলা ছবির পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। সুস্থ হবার পর তিনি এবার কাজে মন দিয়েছেন। সত্যজিৎ রায়ের (Satyajit Ray)উপাদানকে সম্বল করে তিনি নতুন সিনেমা তৈরি করছেন। সোমবার থেকে শুরু হয়েছে ছবির শুটিং। সারা রাত শুটিং চলেছে মধ্য কলকাতার পার্ক স্ট্রিট এলাকার বিখ্যাত রেস্তোরাঁ ট্রিঙ্কাসে (Trincas)। আর এই ছবিতেই ফেলুদা বদলে গিয়ে হয়ে গেলেন তোপসে। ছবির নাম ‘যত কাণ্ড কলকাতায়’ (Joto Kando Kolkatay)। এটি পরিচালকের মৌলিক গল্প নির্ভর থ্রিলার ছবি বলে খবর।

ছবিতে গোয়েন্দা নেই, কিন্তু গোয়েন্দাগিরি আছে। চরিত্রটা অনেকটা ফেলুদার মতো। তবে ফেলু মিত্তিরের সহযোগী এই গল্পে আসল হিরো। মুখ্য চরিত্রে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। কলকাতা এবং দার্জিলিং জুড়ে এই সিনেমার শুটিং হবে।বাংলাদেশের অভিনেত্রী নৌসাবা আহমেদ এই ছবির অন্যতম আকর্ষণ বলে জানিয়েছেন পরিচালক অনীক দত্ত।