Wednesday, August 20, 2025

একদিনে শিল্প আসে না, প্রদীপ জ্বালানোর আগে তেল-সলতে দিতে হয়: মুখ্যমন্ত্রী

Date:

 

 

কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তেলটা ভরতে হয় সলতেটা দিতে হয়, তবেই আলো জ্বলে। এটা একটা পদ্ধতি। শিল্পও একদিনে আসে না। তার জন্য লাগাতার পরিকল্পনা করতে হয়। কথা বলতে হয়। মত বিনিময় করতে হয়। তবেই সাফল্য আসে। এটা একটা দীর্ঘমেয়াদী জার্নি যা আমরা গত বেশ কিছু বছর ধরেই করে চলেছি। মঙ্গলবার সকালে স্পেন সফরের পথে দমদম বিমানবন্দের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে তাঁর সঙ্গী হয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সহ বিভিন্ন বণিকসভার প্রতিনিধি ও ঝাঁক সাংবাদিক। মাদ্রিদে যোগ দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়া। এদিন সকাল সাড়ে ৯ টায় বিমানবন্দরে আসেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরের ভিতরে তাঁর চোখে পড়ে বিশ্ববাংলা স্টলের দিকে। কিছুক্ষণ ঘুরে দেখেন সেই স্টল। দুর্গামূর্তির চক্ষুদানও করেন। বিমানবন্দরে আসেন মন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার প্রথমে দুবাই পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে যাবেন মাদ্রিদ। এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে গেলেন লতা বন্দোপাধ্যায় ও অদিতি গায়েন।

আরও পড়ুনঃ বিমানবন্দরে বিশ্ববাংলা স্টলে দুর্গামূর্তিতে চক্ষুদান করে শিল্পসফর শুরু মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “স্পেনের ম্যানুফ্যাকচারিং ও অন্যান্য ইন্ডাস্ট্রি বেশ ভাল। তাদের আমন্ত্রণে এই সফর। স্পেন আমাদের বইমেলায় এসেছিল। বার বার ওরা এসেছে। এবার আমাদের পালা। দেখা যাক কী কী হতে পারে। আমাদের এখানে শিল্প সম্মেলন আছে ২১ থেকে ২৩। ওরা বারবার আসে। কিন্তু আমরা কেউ যাই না। সেই জন্যই এই ছোট্ট দেশটাকে বেছে নেওয়া। দুবাইয়েও একটা বিজনেস সামিট আছে। সঙ্গে প্রবাসীদের মিটিং। সবটাই সময় মতো আপনাদের জানিয়ে দেবো। লা লিগার সঙ্গেও বিশেষ বৈঠক করবেন। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিংয়ের একজন করে প্রতিনিধি থাকছে।” আগামী ২৩ শে সেপ্টেম্বর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

Related articles

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, এখন থেকে ঠিক দু'ঘণ্টার মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে...
Exit mobile version