Tuesday, November 4, 2025

মঙ্গলবার ফের মাঠে নামছে ভারত, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, কী বলছে আবহওয়া?

Date:

সোমবার পাকিস্তানেরর বিরুদ্ধে বড় জয় পেয়ে মঙ্গলবার ফের এশিয়া কাপের সুপার ফোরের ম‍্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পাকিস্তানের বিরুদ্ধে যেই মাঠে খেলতে নেমেছিল রোহিত শর্মা-বিরাট কোহলিরা। মঙ্গলবার লঙ্কানদের বিরুদ্ধে সেই ম‍্যাচেই নামবে টিম ইন্ডিয়া। তবে অনন্য ম‍্যাচের মতন এই ম‍্যাচেও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার দুপুর ৩টে থেকে ম্যাচ। এদিকে আবহওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে ওই সময় ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও পরের এক ঘণ্টায় সেই সম্ভাবনা কমে ৪০ শতাংশ হবে বলে জানা গিয়েছে। সময়ের সঙ্গে সেই সম্ভাবনা আরও কমবে। কিন্তু ম্যাচের পুরো সময় জুড়েই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই ম্যাচের মাঝে বৃষ্টির প্রভাব পড়তেই পারে। আর এর পরই ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন জাগছে ভারত-পাক ম‍্যাচের মতন কি এই ম‍্যাচেও রিজার্ভ ডে আছে? এশিয়া কাপের সুপার ফোর ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ দিন থাকলেও মঙ্গলবার ভারত-শ্রীলঙ্কা ম‍‍্যাচে তা নেই। বৃষ্টির কারণে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ না হলে দু’দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। দুই দলই একটি করে ম্যাচ খেলেছে। ম্যাচ জিতে দু’পয়েন্ট করে পেয়েছে তারা। নেট রানরেটের কারণে ভারত লিগ তালিকায় শীর্ষে রয়েছে।

এদিকে এশিয়া কাপে ভারতের কঠিন সূচিতে ক্লান্তির কথা জানালেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর কোহলি জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার এই গরমে টানা তিন দিন খেলা বেশ ক্লান্তির। এই নিয়ে ম‍্যাচ শেষে বিরাট বলেন,”মাঠে প্রচুর দৌড়ে রান নিয়েছি। প্রত্যেক সময়েই মনে হচ্ছিল, মঙ্গলবার আবার দুপুর ৩টের সময় আমাদের মাঠে নামতে হবে। ভাগ্য ভাল যে আমরা নিয়মিত টেস্ট খেলি। আমি ১০০টার উপর টেস্ট খেলেছি। তাই কীভাবে পর দিন মাঠে নামতে হয় সেটা আমার জানা। তবে এটাও ঠিক, এই মাঠে প্রচণ্ড গরম। নভেম্বরে আমার ৩৫ বছর বয়স হবে। তাই শরীরের দিকে বাড়তি খেয়াল তো রাখতেই হবে। চাইব যত দ্রুত সম্ভব নিজেকে তৈরি করতে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version