মঙ্গলবার ফের মাঠে নামছে ভারত, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, কী বলছে আবহওয়া?

এদিকে এশিয়া কাপে ভারতের কঠিন সূচিতে ক্লান্তির কথা জানালেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর কোহলি জানিয়ে দিলেন শ্রীলঙ্কার এই গরমে টানা তিন দিন খেলা বেশ ক্লান্তির।

সোমবার পাকিস্তানেরর বিরুদ্ধে বড় জয় পেয়ে মঙ্গলবার ফের এশিয়া কাপের সুপার ফোরের ম‍্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পাকিস্তানের বিরুদ্ধে যেই মাঠে খেলতে নেমেছিল রোহিত শর্মা-বিরাট কোহলিরা। মঙ্গলবার লঙ্কানদের বিরুদ্ধে সেই ম‍্যাচেই নামবে টিম ইন্ডিয়া। তবে অনন্য ম‍্যাচের মতন এই ম‍্যাচেও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার দুপুর ৩টে থেকে ম্যাচ। এদিকে আবহওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে ওই সময় ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও পরের এক ঘণ্টায় সেই সম্ভাবনা কমে ৪০ শতাংশ হবে বলে জানা গিয়েছে। সময়ের সঙ্গে সেই সম্ভাবনা আরও কমবে। কিন্তু ম্যাচের পুরো সময় জুড়েই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই ম্যাচের মাঝে বৃষ্টির প্রভাব পড়তেই পারে। আর এর পরই ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন জাগছে ভারত-পাক ম‍্যাচের মতন কি এই ম‍্যাচেও রিজার্ভ ডে আছে? এশিয়া কাপের সুপার ফোর ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ দিন থাকলেও মঙ্গলবার ভারত-শ্রীলঙ্কা ম‍‍্যাচে তা নেই। বৃষ্টির কারণে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ না হলে দু’দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। দুই দলই একটি করে ম্যাচ খেলেছে। ম্যাচ জিতে দু’পয়েন্ট করে পেয়েছে তারা। নেট রানরেটের কারণে ভারত লিগ তালিকায় শীর্ষে রয়েছে।

এদিকে এশিয়া কাপে ভারতের কঠিন সূচিতে ক্লান্তির কথা জানালেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর কোহলি জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার এই গরমে টানা তিন দিন খেলা বেশ ক্লান্তির। এই নিয়ে ম‍্যাচ শেষে বিরাট বলেন,”মাঠে প্রচুর দৌড়ে রান নিয়েছি। প্রত্যেক সময়েই মনে হচ্ছিল, মঙ্গলবার আবার দুপুর ৩টের সময় আমাদের মাঠে নামতে হবে। ভাগ্য ভাল যে আমরা নিয়মিত টেস্ট খেলি। আমি ১০০টার উপর টেস্ট খেলেছি। তাই কীভাবে পর দিন মাঠে নামতে হয় সেটা আমার জানা। তবে এটাও ঠিক, এই মাঠে প্রচণ্ড গরম। নভেম্বরে আমার à§©à§« বছর বয়স হবে। তাই শরীরের দিকে বাড়তি খেয়াল তো রাখতেই হবে। চাইব যত দ্রুত সম্ভব নিজেকে তৈরি করতে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস