পার্থর মতো মানিক ভট্টাচার্যেরও একটি স্কুল আছে ! আদালতে চাঞ্চল্যকর দাবি ইডির

মঙ্গলবার আদালতে ইডির আইনজীবীর দাবি, 'যে স্কুলের কথা বলা হচ্ছে সেটা ১০০ বছরের পুরানো একটি সরকারি স্কুল'।

নিয়োগ মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিপুল সম্পত্তির তালিকায় রয়েছে একটি স্কুলও৷তার প্রয়াত স্ত্রীর নামে ওই স্কুল রয়েছে মেদিনীপুরের পিংলায়৷ তদন্তে জানা যায়, ১৫ বিঘা জমির উপর গড়ে ওঠা সেই স্কুল তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ৫০ কোটি টাকা। পার্থ চট্টোপাধ্যায়ের মতো মানিক ভট্টাচার্যরও একটি স্কুল রয়েছে, আদালতে দাবি করল ইডি।

মঙ্গলবার আদালতে ইডির আইনজীবীর দাবি, ‘যে স্কুলের কথা বলা হচ্ছে সেটা ১০০ বছরের পুরানো একটি সরকারি স্কুল’।এরই পাশাপাশি, শুনানির সময় মানিক ভট্টাচার্যকে এজলাসে থাকার অনুমতি দেওয়ার আবেদন জানান মানিক ভট্টাচার্যর আইনজীবী। বিচারপতির তীর্থঙ্কর ঘোষ সেই আবেদন মঞ্জুর করেন নি। তিনি বলেন, এখন দরকার নেই। প্রয়োজন হলে আদালত ডেকে পাঠাবে। এরপরই শুনানির জন্য আরও তিন সপ্তাহ সময় চায় ইডি।এই সময় চাওয়া নিয়েও ক্ষুব্ধ বিচারপতি বলেন, ‘আগেও দু’সপ্তাহ সময় চেয়েছিলেন, তদন্তের অগ্রগতি কতটা হয়েছে? এখনও তো চার্জশিট পেশ করতে পারেননি। এই মামলার পরবর্তী শুনানি ২৭ সেপ্টেম্বর ধার্য হয়েছে।