Monday, August 25, 2025

নয়া লুকে প্রকাশ্যে বলিউডের অন্যতম দক্ষ অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। এবার তিনি রূপান্তরিত মহিলা। দিন কয়েক আগেই ‘তালি’ সিনেমায় সুস্মিতা সেনের অভিনয় নজর কেড়েছে অনুরাগীদের। লুক থেকে প্রেজেন্টেশন সবেতেই অনবদ্য লেগেছে প্রাক্তন মিস ইউনিভার্সকে। তবে এবার আরেক ধাপ এগিয়ে গেলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। রক্তমাখা প্রতিশোধের গল্প নিয়ে রূপান্তরিত নারী হিসেবে নজর কাড়লেন অভিনেতা। শুধুই নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয় দেখতে চাইলে অজয় শর্মা পরিচালিত ‘ হাড্ডি’ (Haddi) মাস্ট ওয়াচ হবে আপনার জন্য।

Zee5 ওয়েব প্ল্যাটফর্মে এই ছবি দেখার সুযোগ মিলছে। ছবিতে রূপান্তরিত নারী হরিকা ওরফে হাড্ডির চরিত্রে অভিনয় করেছেন নওয়াজ। বাড়ি ছাড়ার পর আশ্রয়স্থল হিসেবে কিন্নর সম্প্রদায়ের মধ্যে নিজের জীবন গড়ে তোলেন হাড্ডি। রেবতী আম্মার (ইলা অরুণ) স্নেহে তাঁর বেড়ে ওঠা। ইরফানের (মহম্মদ জিশান আয়ুব) প্রেমে পড়ে তাঁকে বিয়েও করে সে। এরপরই বিপত্তি শুরু। নিশ্চিন্তের আশ্রয় যখন চোখের সামনে ছারখার হয়ে যায় তখন হরিকা হয়ে ওঠে ‘হাড্ডি’। হাসতে হাসতে নৃশংস হত্যা করতে সে অপ্রতিরোধ্য। এই ছবিতে নওয়াজ কাউকে দাঁড়াতেই দেননি। অনুরাগ কাশ্যপ ভিলেন হিসেবে এর আগেও অভিনয় করেছেন এবং বেশ বলিষ্ঠভাবে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। পার্শ্বচরিত্র হয়ে বিপিন শর্মা, শ্রীধর দুবে, সহর্ষকুমার শুক্লা, রাজেশ কুমার-রা থাকলেও কেউ যেন কিছুই করে উঠতে পারলেন না। ছবির গল্প একমাত্র প্রাণভ্রমরা। তবুও চিত্রনাট্যের দুর্বলতা ঢাকা গেল না।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version