Sunday, January 25, 2026

মামলার রায়দানের আগে অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়: ইডিকে মৌখিক নির্দেশ বিচারপতির

Date:

Share post:

কোনও প্রমাণ নেই। তাও তাঁকে বারবার তলব করা হচ্ছে। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত- বিচারের জন্য যেতে হয় অভিষেককে। সোমবার, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে মোদি সরকারকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সেই কলকাতা হাই কোর্টেই (Calcutta High Court) যেতে হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। মঙ্গলবার হাই কোর্টে রক্ষাকবচের আবেদন জানান অভিষেক। মামলার রায়দানের আগে অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, ইডিকে মৌখিক নির্দেশ দেন বিচারপতি।

I.N.D.I.A. জোটের সমন্বয় কমিটির বৈঠকের প্রথমদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করে ইডি। আদালতের দ্বারস্থ হন অভিষেক। রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। তাঁর আবেদন ছিল, মামলা যতক্ষণ বিচারাধীন রয়েছে ততক্ষণ যেন কোনও পদক্ষেপ না করে ইডি। আদালত এই নির্দেশ দিক। শুনানিতে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডিকে মৌখিক নির্দেশ দেন, রায়দান না হওয়া পর্যন্ত যেন অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করা হয়। ওই মৌখিক আশ্বাসই অভিষেকের রক্ষাকবচ।

আরও পড়ুন: উপাচার্য নিয়োগ বিল নিয়ে রাজভবনের কাছে হলফনামা তলব হাইকোর্টের

মঙ্গলবার অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি হাই কোর্টের শুনানিতে বলেন, ১৩ সেপ্টেম্বর বুধবার ইডি আমার মক্কেলকে তলব করেছে ইডি। বুধবারই INDIA জোটের সমন্বয় কমিটির বৈঠক। নিজেদের মুখ বাঁচাতে ইডির আইনজীবী সাফাই দেন, তলব মানে কড়া পদক্ষেপ নয়। কিছু প্রশ্ন রয়েছে তাই ডাকা।

ইসিআইআর খারিজের মূল মামলায় অভিষেক এবং ইডির বক্তব্য নতুন করে পেশ করতে বলেছে আদালত। মামলার পরবর্তী শুনানি ১৯ সেপ্টেম্বর।

 

INDIA জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর। সেই কমিটিতে অন্যতম সদস্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই দিনই ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট হাজির হওয়ার নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদির ৫৬ ইঞ্চির দম্ভের শূন্যতাকে আক্রমণ করেন অভিষেক। এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, (বিজেপির) রাজনৈতিক প্রতিহিংসার কারণেই অভিষকে তলব। মমতার কথায়, গণতন্ত্রের একটি সীমা আছে, এরা মানে না। এরপরেই তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বলেন, অভিষেককে সব সময় অকারণে হেনস্থা করা হয়। ওঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। তাও তাঁকে বারবার তলব করা হচ্ছে। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত- বিচারের জন্য যেতে হয় অভিষেককে।

 

 

 

spot_img

Related articles

”তৃণমূল সমর্থকদের বাদ দেওয়ার অপচেষ্টা”, ক্ষুব্ধ দেবাংশু

অভিনেতা-সাংসদ দেব, মন্ত্রী শশী পাঁজা, প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর কাছেও পৌঁছে গিয়েছে এসআইআর নোটিশ। বাদ যাননি সিপিএম নেতা...

কোথায় তালিকা! সুপ্রিম কোর্ট থেকে দিল্লি, নির্দেশের পরেও কমিশনের তালিকা পেল না বাংলা

পেরিয়ে গিয়েছে শনিবারের ডেডলাইন। সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন মেনে লজিক্যাল ডিসক্রিপেন্সির (logical discrepancy) তালিকা প্রকাশ করে ব্যর্থ কমিশন,...

তুষারপাতের জের, হিমাচল জুড়ে ৬৮৫টি রাস্তা বন্ধ! মানালিতে স্তব্ধ ট্রাফিক

তুষারপাতের জেরে হিমাচল প্রদেশ (Himachal Pradesh snowfall) জুড়ে ব্যাহত যান চলাচল। সূত্রের খবর, কোঠি থেকে মানালি যাওয়ার রাস্তায়...

আজ দিনভর বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, সকাল থেকে বিকল্প রুটে যান চলাচল

রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবাসরীয় সকাল থেকে টানা ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু (second Hooghly bridge maintenance work)। হাওড়া...