Tuesday, November 4, 2025

বুধের সকালে ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠকে না গিয়ে ইডির দফতরে হাজির অভিষেক

Date:

কথামত বুধবার সকালে কলকাতা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অর্থ্যাৎ ইডির দফতরে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করেছিল ইডি। সেইমতো বুধবার সকাল ১১টা ১২মিনিট নাগাদ বাড়ি থেকে ইডির দফতরের উদ্দেশে রওনা দেন অভিষেক। ১১টা ৩৪মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি।

আরও পড়ুনঃমামলার রায়দানের আগে অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়: ইডিকে মৌখিক নির্দেশ বিচারপতির

বুধবারই বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠক রয়েছে দিল্লিতে। ইন্ডিয়া’র ওই কমিটির সদস্য অভিষেক। কিন্তু সমন্বয় কমিটির প্রথম বৈঠকের দিনই অভিষেককে ইডি ডেকে পাঠানোর কারণে ‘ইন্ডিয়া’ বৈঠকে হাজির থাকতে পারলেন না অভিষেক।মঙ্গলবারই তিনি জানান, ‘ইন্ডিয়া’র সমন্বয় বৈঠকে যেতে পারবেন না তিনি। ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন তিনি।
এদিকে, অভিষেককে ইডির তলব নিয়ে তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে (টুইট) বুধবার সকালে একটি পোস্ট করা হয়। সেই পোস্টে লেখা হয়, বিজেপি কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে অভিষেকের বিরুদ্ধে লড়াই করছে।

https://x.com/aitcofficial/status/1701832634626924907?s=48&t=bkffdJsXz_M013aKvwh_TQ

পাশাপাশি এও বলা হয়েছে, ইডি-সিবিআইয়ের হুমকি দিয়ে অভিষেককে মানুষের কাছ থেকে দূরে সরাতে চাইলেও তাতে সফল হতে পারবে না বিজেপি।
অন্যদিকে, বুধবার সকালে ইডি দফতরের বাইরে ছিল কড়া নিরাপত্তা। সিজিও কমপ্লেক্সে অন্যান্য দফতরেরও অফিস রয়েছে। এদিন সকাল থেকে দেখা যায়, সেখানে যাঁরাই ঢুকছেন তাঁদের পরিচয় পত্র দেখতে চাইছে পুলিশ। তারপর স্ক্যান করে ঢুকতে দেওয়া হচ্ছে।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version