Thursday, August 21, 2025

চাকরি প্রার্থীদের জন্য সুখবর! ফের চলতি বছরে প্রাথমিকের টেট, ঘোষণা পর্ষদের

Date:

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ১০ ডিসেম্বর হবে চলতি বছরের প্রাথমিকের টেট (Primary TET)। বুধবার, সাংবাদিক বৈঠক করে দিন ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। এদিনই পর্ষদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকে ফর্ম ফিলাপের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

NCTE গাইডলাইন অনুযায়ী, প্রত্যেক বছর একবার করে প্রাথমিকের টেট (Primary TET) নিতে হবে। গত বছর ১১ ডিসেম্বর টেট হয়। পাঁচ বছর পরে সেই পরীক্ষার আয়োজন করে পর্ষদ। তবে, সেই নিয়োগ প্রক্রিয়া এখনও এগোয়নি। এরই মধ্যে ফের টেট পরীক্ষার (Exam) প্রস্তুতি শুরু করেছে পর্ষদ। এ বছরেও ডিসেম্বরেই হবে টেট।

  • ১০ ডিসেম্বর টেট পরীক্ষা হবে।
  • দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত পরীক্ষা হবে।
  • ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।
  • বৃহস্পতিবার সন্ধে ৭টার পরে পর্ষদের ওয়েবসাইটেই মিলবে ফর্ম।

গতবার বিএড পাশরাও প্রাথমিক টেটে বসতে পেরেছিলেন। কিন্তু তারপর সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে, এবার তাঁরা টেট দিতে পারবেন না। শুধুমাত্র ডিএলএড-সহ প্রাথমিক শিক্ষকতার জন্য প্রশিক্ষণপ্রাপ্তরাই এবার পরীক্ষায় বসতে পারবেন। তিন সপ্তাহ সময় থাকবে প্রার্থীদের কাছে। তা ছাড়া, গত বছরের টেটে যাঁরা অকৃতকার্য হয়েছিলেন, তাঁরাও নতুন করে এ বছর ফর্ম পূরণ করতে পারবেন বলে জানান পর্ষদ সভাপতি। এনসিটিই-র গাইডলাইন ও সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ মেনে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে। গত বছরও সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: উৎসবের মরশুমে ছুটি নেই বিদ্যুৎ দফতরের ৭০ হাজার কর্মীর!

গৌতম পাল জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী চাইছেন যাতে দ্রুত নিয়োগ হয়। তাঁর আরও সংযোজন, “প্রার্থীদের কিছু সমস্যা থাকায় নিয়োগ আটকে আছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আমরা ছাড়পত্র পেয়েছি৷ আশা করছি সুপ্রিম কোর্ট থেকেও দ্রুত ছাড়পত্র পেয়ে যাব। কারপরই আমরা নিয়োগ করতে পারব।”

 

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version