Thursday, November 6, 2025

যৌ.ন নির্যাতনের ক্ষেত্রে মহিলা বসদের সা.জা কী? নয়া ‘দণ্ড সংহতি’ নিয়ে প্রশ্ন খোদ বিজেপি সাংসদের

Date:

পদোন্নতি বা চাকরি দেওয়ার লোভ দেখিয়ে প্রায়শই পুরুষ বসদের বিরুদ্ধে মহিলা কর্মীদের যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসে। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ রয়েছে নতুন দণ্ড সংহিতায়। কিন্তু পুরুষদের বদলে এবার মহিলা বসরাও (Lady Boss) সমান দোষে দুষ্ট হলে সেক্ষেত্রে কী শাস্তি হবে? দণ্ড সংহিতা বিল নিয়ে এমনই প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ নীরজশেখর (Neeraj Sekhar)। তবে সাংসদের পরামর্শ বস পুরুষ হন বা নারী, লিঙ্গ নির্বিশেষে একই শাস্তি দেওয়া হোক এমন ‘বস’-দের। আর বিজেপি সাংসদের এমন প্রশ্নে রীতিমতো নাস্তানাবুদ মোদি সরকার (Modi Govt)। উল্লেখ্য, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম— দেশের আইন-শৃঙ্খলার খোলনলচে বদলে দেওয়া তিনটি বিল নিয়ে উঠেপড়ে লেগেছে কেন্দ্রের মোদি সরকার। আর সেই বিলের ভুল ত্রুটি নিয়েই প্রশ্ন তুললেন খোদ দলেরই সাংসদরা। বিরোধীদের অভিযোগ, স্থায়ী কমিটির বৈঠকে বিরোধীদের বক্তব্য বৈঠকের কার্যবিবরণীতে নথিভুক্ত করা হচ্ছে না। স্থায়ী কমিটির চেয়ারম্যান ব্রিজলালের কাছে চিঠি লিখে অভিযোগ জানান, কমিটির সদস্য তথা তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek Obrien)। চিঠিতে তিনি লেখেন, গত মাসে কমিটির বৈঠকে ডিএমকে সাংসদ দয়ানিধি মারান একটি বিবৃতি দিয়েছিলেন। চিঠিও লিখেছিলেন চেয়ারম্যানকে। কিন্তু দয়ানিধির বিবৃতি বা চিঠির বিষয়টি স্থায়ী কমিটির কার্যবিবরণীতে কোথাও সেই বিবৃতির উল্লিখিত নেই। পাশাপাশি  স্থায়ী কমিটির কাছে যে বিশেষজ্ঞদের ডাকা হয়েছে, তাঁদের সবার থেকে মতামত নেওয়ার জন্য সওয়াল করেছেন ডেরেক।

পদোন্নতি বা চাকরি দেওয়ার নামে জোর করে যৌন নির্যাতনের অভিযোগ হামেশাই শোনা যায়। সরকারি বা বেসরকারি-অধিকাংশ ক্ষেত্রেই এমন অত্যাচারের শিকার হন মূলত মহিলারাই। আর সেকারণেই কেন্দ্র সরকারের আনা দণ্ড সংহিতা বিলে পুরুষ বসদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। আর ঘটনায় তাঁরা দোষী প্রমাণিত হলে আর্থিক জরিমানার পাশাপাশি দশ বছরের কারাদণ্ডের সুপারিশও আছে নতুন দণ্ড সংহিতায়। কিন্তু যদি এর উল্টোটা হয়? যদি কোনও মহিলা বস অধস্তন পুরুষ কর্মীর যৌন নির্যাতন করেন, সে ক্ষেত্রে কী হবে? বুধবার দণ্ড সংহিতা বিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে আলোচনার সময়ে এমনই প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ নীরজশেখর।

এদিন নীরজের প্রশ্নে সমর্থন জানান, বিজেপির দিলীপ ঘোষ সহ একাধিক সাংসদ। তবে নীরজদের মতে, বর্তমান যুগে দ্রুত এগিয়ে চলেছে সময়। বহু সংস্থার সিইও এখন মহিলা। তা হলে কেন অভিযোগের তির কেবলমাত্র পুরুষদের দিকেই উঠবে? কেন ছাড় পাবেন মহিলা ‘বস’-রা? তা নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের ছেলে।

 

 

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version