প্রয়াত বর্ষীয়ান কৌতুকাভিনেতা সতিন্দর কুমার খোসলা, শো.কস্তব্ধ বলিউড

মঞ্চ থেকে রুপোলি পর্দা সর্বত্র তাঁর অনায়াস বিচরণ ছিল। সত্তর এবং আশির দশকে বলিউডের (Bollywood ) একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন কৌতুকাভিনেতা হিসাবে মায়ানগরীতে এক আলাদা পরিচয় তৈরি করেছিলেন সতিন্দর কুমার খোসলা(Satindar Kumar Khosla)। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে অনেকদিন ধরেই কাজ থেকে দূরে ছিলেন।হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ৮৪ বছর বয়সী ‘শোলে’ খ্যাত অভিনেতার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া।

‘মেরা নাম জোকার ‘ থেকে ‘শোলে’ , রাজ কাপুর থেকে অমিতাভ বচ্চন সকলের মাঝে নিজের পরিচিতি তৈরি করেছিলেন। মনোজ কুমারের ‘উপকার’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘ক্রান্তি’-র মতো ছবিতে প্রশংসিত হয়েছে তাঁর কাজ। অমিতাভের সঙ্গে ‘ ইয়ারানা ‘ সিনেমাতেও কাজ করেছেন। কৌতুকাভিনয়ে দক্ষতার জন্য মঞ্চে ‘বীরবল’ নামে জনপ্রিয় হয়েছিলেন। শারীরিক অসুস্থ মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন সতিন্দর। সেখানেই মারা যান প্রবীণ অভিনেতা। বুধবার মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে খবর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের অন্যান্য অভিনেতারা।

Previous articleকোটায় আবারও পড়ুয়ার মৃ.ত্যু! হস্টেলের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
Next articleবুধের সকালে ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠকে না গিয়ে ইডির দফতরে হাজির অভিষেক