কোটায় আবারও পড়ুয়ার মৃ.ত্যু! হস্টেলের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

রাজ্য সরকারের একাধিক পদক্ষেপের রাজস্থানের কোটায় মৃত্যুমিছিল যেন থামছে না। আবারও হস্টেলের ঘর থেকে মিলল এক ‘নিট’ পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ। এ নিয়ে গত আট মাসে এখনও পর্যন্ত এই নিয়ে ২৫ জন পড়ুয়ার আত্মহত্যার ঘটনা ঘটেছে রাজস্থানের এই শহরে।

আরও পড়ুনঃপাটনা-কোটা উঠতেই অসুস্থ একের পর এক যাত্রী! মৃ.ত ২

পুলিশ সূত্রের খবর, মৃত পড়ুয়ার বাড়ি রাঁচিতে। রাজস্থানের ব্লেজ হস্টেলে থেকে ‘নিট’ পরীক্ষার কোচিংয়ের জন্য কোটায় এসেছিল বছর সতেরোর ওই পড়ুয়া। সেখানকারই একটি হস্টেলে থাকত সে। এদিন পড়ুয়ার দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

সর্বভারতীয় নানা প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং আইআইটি-র কোচিংয়ের জন্য দেশের নানা প্রান্ত থেকে কোটায় প্রতি বছর পড়াশোনা করতে আসেন বহু পড়ুয়া। ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল-সহ সর্বভারতীয় নানা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণের ‘গড়’ হিসাবে চিহ্নিত কোটা। কিন্তু এই শহরই আবার ‘মৃত্যুর গড়’ হয়ে উঠছে ক্রমে। গত বছরে ১৫ জন পড়ুয়া আত্মঘাতী হয়েছেন এই শহরে পড়তে এসে। এ বছরে মাত্র আট মাসে মৃত পড়ুয়ার সংখ্যা ২৫ এ দাঁড়াল।

Previous articleফের রাতে সক্রিয় রাজ্যপাল, ‘স্পিড প্রোগ্রাম’-এর নামে নয়া কর্মসূচির ঘোষণা
Next articleপ্রয়াত বর্ষীয়ান কৌতুকাভিনেতা সতিন্দর কুমার খোসলা, শো.কস্তব্ধ বলিউড