Saturday, August 23, 2025

বুধবার সমন্নয় কমিটির প্রথম বৈঠক হতে চলেছে দিল্লিতে। যে কমিটির গুরুত্বপূর্ণ সদস্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। বিশেষ এই দিনেই সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি(ED)। কেন্দ্রীয় এজেন্সির চিরাচরিত এই রাজনৈতিক ষড়যন্ত্রের ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল। রীতিমতো তোপ দেগে তৃণমূলের(TMC) এক্স হ্যান্ডেলে লেখা হল, ভয় পেয়েই অভিষেককে আটকানোর চেষ্টাতেই এই তলব। পাশাপাশি এই ঘটনায় অভিষেকের পাশে দাঁড়িয়ে সরব হয়েছে ইন্ডিয়া জোটের(INDIA Alliance) অন্যান্য প্রতিনিধিরাও।

সমন্নয় বৈঠকে যোগ দেওয়া আটকাতে বুধবার অভিষেককে ইডি তলবের তীব্র সমালোচনা করেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত। তিনি বলেন, “ইন্ডিয়া বৈঠক ভেস্তে দেওয়ার জন্যই জোটের সমন্বয় কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেছে বেছে বুধবারই ইডি তলব করেছে। এর অর্থ পরিষ্কার। ইন্ডিয়া জোটকে নিয়ে ভয় পাচ্ছে বিজেপি।” একইসঙ্গে জানান, অভিষেকের জন্য আসন খালি রাখা হবে সমন্বয় কমিটির বৈঠকে। এর পাশাপাশি পূর্ব নির্ধারিত সমন্বয় কমিটির বৈঠকের দিনই তলবের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে টুইট করেছিলেন অভিষেক। সেই টুইটকে রিটুইট করেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে।

 

এছাড়া এই ঘটনার প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট তুলে ধরে তৃণমূলের তরফে লেখা হয়, নির্লজ্জভাবে অভিষেককে নিশানা করতে বিজেপি রাজনৈতিক অস্ত্র হিসেবে ইডিকে ব্যবহার করছে। তবে যাই হোক না কেন, আমরা মানুষের জন্য নিরলসভাবে কাজ করতে এবং তাদের উন্নয়নের স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ!” এর পাশাপাশি আরও একটি টুইটে লেখা হয়, “The truth? They are scarED” অর্থাৎ আসল সত্য? ওরা হল ভীত ইডি। এছাড়া একটি ছবিও তুলে ধরা হয় যেখানে লেখা, আমরা ‘ভীত ইডি’ নই। এদিকে বিজেপির এহেন রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগে এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যও তুলে ধরে তৃণমূল। যেখানে লেখা, “আমার বিরুদ্ধে লড়তে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে হাতিয়ার করছে বিজেপি। আমার বিরুদ্ধে সিবিআই এবং ইডি ব্যবহার করে এই ধরনের হুমকি এবং ভয় দেখিয়ে আমাকে জনসেবা থেকে বা মানুষের কাছে পৌঁছনয় বাধা সৃষ্টি করা যাবে না।”

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version