Sunday, November 2, 2025

সারা দেশ যেখানে ‘জওয়ান’ (Jawan) ঝড়ে ভাসছে। সিনেমা মুক্তির প্রায় ৬ দিনের মধ্যে সব রেকর্ড ভেঙে গেছে বক্স অফিসে, ঠিক তখনই শাহরুখ খানের (Shahrukh Khan)সিনেমা নিয়ে এল নেগেটিভ রিভিউ। সিনেমা দেখতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হল যে বাধ্য হয়ে টিকিটের দাম ফেরত চাইলেন দর্শক! এমনিতেই ‘পাঠান’ সিনেমার পর ‘জওয়ান’ (Jawan) হিসেবে বড়পর্দায় এসে সব হিসেব গণ্ডগোল করে দিয়েছেন বলিউড বাদশা। সর্বত্র তাঁর প্রশংসা আর উন্মাদনা যখন তুঙ্গে তখন এই ঘটনা বেশ চমকে দেওয়ার মতো। তাহলে কি সিনেমা দেখে এতটাই হতাশ হলেন দর্শক যে টিকিটের দাম ফেরত চাইলেন? একেবারেই না। আসল ঘটনা সম্পূর্ণ আলাদা।

প্যান ইন্ডিয়া মুক্তি পেয়েছে ‘ জওয়ান’। পাশাপাশি বিশ্বের কিং ভক্তদের শাহরুখ আবেগ চোখে পড়ার মতো। ছবি মুক্তির আগে থেকেই চলতি বছর মুক্তি পাওয়া বলিউডের বাদশার দ্বিতীয় ছবি নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ছিল। আর সেটারই প্রভাব ছবি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে দেখা গিয়েছে। কিন্তু এই হলের দর্শকরা রেগে আগুন কেন? ঘটনা ইংল্যান্ডের। সম্প্রতি ইনস্টাগ্রামে ইংল্যান্ডবাসী এক যুগল তাঁদের ‘জওয়ান’ দেখার মারাত্মক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। যদিও তাঁরা একে দুর্ঘটনা আখ্যা দিতে চান। আসলে তাঁরা ভিডিয়োতে জানিয়েছেন যে এই এই ছবি নিয়ে তাঁরা দারুণ উৎসাহী ছিলেন। সেইমতো চড়া দামে টিকিট কাটেন। কিন্তু সিনেমা হলে ঢোকার পরই ঘটে বিপত্তি। দেখা যায় ছবি প্রথম থেকে নয় বরং ক্লাইম্যাক্স থেকে দেখানো শুরু হয়েছিল সেই শোতে। মানে প্রথম ভাগের বদলে হল কর্তৃপক্ষ ভুল করে দ্বিতীয় ভাগ আগে চালিয়ে দিয়েছিলেন। ফলে ছবি দেখার মজাটাই নষ্ট হয়ে যায়। এরপরেই তাঁরা কর্তৃপক্ষের কাছে গিয়ে টিকিটের দাম ফেরত চান। এই ঘটনা রীতিমতো ভাইরাল সমাজমাধ্যমে। যদিও দর্শকরা বলছেন এর সঙ্গে ‘ জওয়ান’ সিনেমার জনপ্রিয়তার কোনও সম্পর্ক নেই কারণ ইংল্যান্ডের বাকি হলে তো বটেই এমনকি আমেরিকা, দুবাই, অস্ট্রেলিয়া, সর্বত্র শুধুই শাহরুখ বন্দনা আজও। চারদিনে ৫০০ কোটি আয় সহজ কথা নয়, স্বীকার করছেন নিন্দুকরাও।

Related articles

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...

বাংলাদেশি সন্দেহে বর্বরতার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ফের বিএসএফের (BSF) বিরুদ্ধে বর্বরতার অভিযোগ! নদীয়ার চাপড়া থানার হাটখোলা গ্রামে এক স্থানীয় কৃষককে 'বাংলাদেশি' সন্দেহে মারধরের অভিযোগ...
Exit mobile version