Saturday, November 15, 2025

মিডিয়া ট্রায়াল রুখতে কঠোর সুপ্রিম কোর্ট, গাইডলাইন তৈরির নির্দেশ

Date:

বিচারের আগেই অপরাধী বানিয়ে দেওয়া হচ্ছে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে। সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি করছে পক্ষপাতদুষ্ট প্রতিবেদন। এই ধরণের প্রতিবেদন বন্ধ করতে এবার কড়া অবস্থান নিল দেশের শীর্ষ আদালত। সংবাদমাধ্যমের এই ধরণের আচরণের উপর রাশ টানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে (MHA) তিন মাসের মধ্যে গাইডলাইন তৈরি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পুলিশকে সেই গাইডলাইন মেনে অপরাধমূলক ঘটনার ব্রিফিং করতে হবে।

সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ পক্ষপাত দুষ্ট সংবাদমাধ্যমের প্রসঙ্গে আরও নির্দেশ দেন, এ ব্যাপারে সব রাজ্যের শীর্ষ পুলিশ কর্তা ও জাতীয় মানবাধিকার কমিশনকেও তাঁদের সুপারিশ পেশ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সুপারিশ করবেন তাঁরা। শীর্ষ আদালত (Supreme Court) জানিয়েছে, মিডিয়া ট্রায়ালের কারণে বিচারের কাজ ব্যহত হচ্ছে। ফলে কোন পরিস্থিতিতে গিয়ে সংবাদমাধ্যমের কাছে তথ্য প্রকাশ করা হবে তা স্থির করার দরকার। সুপ্রিম কোর্টের মতে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, এখানে অভিযুক্ত এবং অভিযোগকারী দুজনের স্বার্থই জড়িয়ে রয়েছে। বাক স্বাধীনতা মৌলিক অধিকার, মিডিয়ারও খবর করার বা মতামত জানানোর অধিকার রয়েছে। কিন্তু মিডিয়া ট্রায়াল চলতে দেওয়া যায় না। তদন্ত চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ ফাঁস হয়ে যায় তাহলে সেই তদন্তেরও ব্যঘাত ঘটতে পারে। পাশাপাশি আদালতের তরফে জানানো হয়েছে, মিডিয়া ট্রায়াল বন্ধ করতে যে গাইডলাইন আনা হবে তার খসড়া প্রস্তাব ৬ সপ্তাহের মধ্যে আদালতে পেশ করতে হবে।

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version