Wednesday, August 27, 2025

‘এক দেশ এক নির্বাচন’ নীতিতে আকাশছোঁয়া খরচ! ফের ভাঁওতা মোদির

Date:

মোদি সরকারের এক দেশ এক নির্বাচন (One Nation One Election) নিয়ে জল্পনা থেকে শুরু করে বিতর্ক কম হয়নি। এই অবস্থায় সমীক্ষায় উঠে এল নির্বাচনী খরচ সংক্রান্ত তথ্য। আর তাতেই চোখ কপালে উঠেছে সবার। সেন্টার ফর মিডিয়া স্টাডিজের প্রধান তথা নির্বাচন ও নির্বাচনী খরচ সংক্রান্ত বিখ্যাত সমীক্ষক ও লেখক এন ভাস্কর রাও (N Bhaskar Rao)দাবি করেছেন যে, ‘এক দেশ এক নির্বাচন’ নীতি কার্যকর করতে গেলে প্রায় দশ লক্ষ কোটি টাকা খরচ হতে পারে। যদিও সেখানে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) খরচ হবে মাত্র ২০ শতাংশ। যে বিজেপি খরচ কম হবে বলে এই নতুন নীতি প্রয়োগ করতে চাইছে, সেটা যে আসলে পুরো মিথ্যে তা এই সমীক্ষার রেজাল্টেই স্পষ্ট। অর্থাৎ দেশের মানুষকে ফের ধোঁকা দেওয়ার চেষ্টা কেন্দ্র সরকারের (Central Government)।

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, সব রাজনৈতিক দলের তরফে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনে আনুমানিক ১.২০ লক্ষ কোটি টাকা খরচ হতে চলেছে বলে দাবি করেছেন ভাস্কর রাও। যদিও এর মধ্যে প্রচারে অনেকটা টাকা ব্যয় হবে বলে সমীক্ষায় বলা হয়েছে। এর মধ্যে নয়া ইভিএমের (EVM) খরচ ধরা হয়নি। এবার যদি দেশের প্রায় সাড়ে চার হাজার বিধানসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে এর সঙ্গে খরচ হবে আরও তিন লক্ষ কোটি টাকা। দেশের ৫০০ পুরসভার নির্বাচন একসঙ্গে আয়োজন করা হলে আরও আনুমানিক এক লক্ষ কোটি টাকা এবং ৬৫০টি জেলা পরিষদ , ৭ হাজার পঞ্চায়েত সমিতি, ২.৫ লক্ষ গ্রাম পঞ্চায়েত নির্বাচন একসঙ্গে হলে খরচ হবে ৪.৩০ লক্ষ কোটি টাকা। তাহলে সব মিলিয়ে হিসেব করলে খরচ হচ্ছে প্রায় ১০ লক্ষ কোটি টাকা। অতএব খুব স্বাভাবিক ভাবেই খরচ কমাতে এক দেশ এক নির্বাচনের পক্ষে যে সওয়াল করছে বিজেপি, তার বাস্তবতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন বিরোধীরা।

Related articles

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...
Exit mobile version