Monday, August 25, 2025

ইডির ডাকে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। এদিকে আজই রাজধানী দিল্লিতে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের(Sharad Pawar) বাসভবনে ইন্ডিয়ার(INDIA) সমন্বয় কমিটির প্রথম বৈঠক। যেখানে উপস্থিত থাকার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইডির রাজনৈতিক ষড়যন্ত্রে তিনি হাজিরা দিতে না পারায় এই বৈঠকে বিরল রাজনৈতিক সৌজন্য দেখালো ইন্ডিয়া জোট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে তার সৌজন্যে চেয়ার ফাঁকা রেখেই প্রথম বৈঠক করল ইন্ডিয়া জোট। উল্লেখ্য, বিরোধী জোট ইন্ডিয়ার ১৩ সেপ্টেম্বরের বৈঠক আগেই ঠিক করা ছিল আর ঘটনাচক্রে ওই দিনই তৃণমূল সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যেহেতু জোটের সমন্বয় কমিটিতে তৃণমূল থেকে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ই রয়েছেন আর অভিষেক আগেই জানিয়েছিলেন ইডির তদন্তে সব রকম সহযোগিতা করবেন, তাই তিনি উপস্থিত থাকতে পারবেন না। তৃণমূলের পক্ষ থেকে এ কথা আগেই জানানো হয়েছিল জোটের নেতৃত্বকেও।

এই অবস্থায় ‘ইন্ডিয়া’র অন্য সদস্য দলগুলি যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশে রয়েছে, সেই বার্তা দিয়েছেন শিবসেনার উদ্ধব শিবিরের সংসদ সঞ্জয় রাউত। তিনি বলেছেন, “অভিষেক আজ বৈঠকে থাকতে পারলেন না, কারণ ইডি আর বিজেপি তেমনটা চায়। আজকেই তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি। আমরা তাঁর জন্য একটি আসন ফাঁকা রেখে এই বার্তাই দিতে চাইছি যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ‘ইন্ডিয়া’র সদস্যদের উপর অত্যাচার করছে।” সঞ্জয় রাউতের মতই অভিষেকের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন আম আদমি পার্টির সংসদ রাঘব চাড্ডা। তিনি বলেছেন,” অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আসতে পারছেন না কারণ বিজেপির ‘ফ্রন্টাল এজেন্সি’ ইডি তাদের একই দিনে ডেকেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version