Friday, May 9, 2025

বিশ্ব ক্রীড়ায় যমজ ভাই বা যমজ বোনের একই খেলায় অংশ নেওয়ার ঘটনা বিরল নয়।কিন্তু ভারতীয় ক্রীড়ায় যমজ বোন একই সঙ্গে ভারতীয় টিমের হয়ে এশিয়ান গেমসে নামছেন, এমনটা আগে হয়নি। চিনের হাংঝৌতে আসন্ন এশিয়ান গেমসে ভারতের যমজ বোন ভিত্যা ও নিত্যা রামরাজ নামতে চলেছেন অ্যাথলেটিক্সে। দু’জনেই আবার স্প্রিন্টার। কয়েক মিনিট আগে জন্মানো ভিত্যা ৪০০ মিটার হার্ডলসে নামেন। আর ছোট নিত্যা নামেন ১০০ মিটার হার্ডলসে। তামিলনাড়ুর কোয়েম্বাটোরের এই যমজকে এতটাই এক রকম দেখতে যে হোস্টেল কিংবা ট্র্যাক, সকলেই ভুলভাল নামে ডেকে ব্যাপারটাকে নিয়ে রীতিমতো হাসিহাসির পর্যায়ে নিয়ে যান। তাই এশিয়াডে ৬৫ জনের অ্যাথলিটের তালিকায় দুই বোনের নাম একসঙ্গে দেখে সকলেই মনে করছেন হাংঝৌয়ে এ নিয়ে যথেষ্ট নাটক হবে।

২৪ বছরের ভিত্যা ও নিত্যার আরও এক দিদি আছেন। ২৭ বছরের সত্যা অবশ্য অ্যাথলিট নন। যমজ বোনের উত্থান এক গরীব পরিবার থেকেই। নিত্যাদের বাবা এক সময় টেম্পো চালিয়ে সংসার চালাতেন। এখন অবশ্য সংসারের হাল ধরেছেন যমজ বোন। নিত্যা ইনকাম ট্যাক্সে চাকরি করেন। আর ভিত্যা রেলে।ভিত্যা জানিয়েছেন, আমার মা-ই আমাদের ছেলেবেলায় অ্যাথলেটিক্সে নিয়ে যান।

ভিত্যা ৪০০ মিটার হার্ডলসে এবার ফেডারেশন কাপ আর জাতীয় মিটে জোড়া সোনা জিতেছেন। তবে ক’দিন আগে চন্ডীগড়ে গ্রাঁপ্রিতে ভিত্যা ৪০০ মিটার হার্ডলসে সময় নেন à§«à§«.৪৩ সেকেন্ড। যা নিয়ে ভারতীয় অ্যাথলেটিক্স মহলে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। কারণ ৩৯ বছর আগে এই বিভাগে রেকর্ড আছে পিটি ঊষার à§«à§«.৪২ সেকেন্ড। ভিত্যা অল্পের জন্য তা ভাঙতে না পারলেও এশিয়াডে এমন সময় করলে পদক জিততে পারবেন বলে মনে করছেন অনেকেই। কারণ ৫৬ সেকেন্ডের কম সময় করতে পারলেই পদক আসবে বলে মনে করা হচ্ছে। নিত্যাও ১০০ মিটার হার্ডলসের ফাইনালে উঠতে পারেন। পদক জয়ে তাঁর বড় প্রতিপক্ষ হবেন ভারতের জ্যোতি ইয়ারজি।

 

 

 

Related articles

পাক মদতে ফের জঙ্গি অনুপ্রবেশ! সেনার হাতে নিকেশ ৭

ফের একবার প্রমাণিত পাকিস্তানে জঙ্গিদের আশ্রয় দেওয়ার তত্ত্ব। ফের একবার পাকিস্তান থেকে সীমান্ত পার হয়ে ভারতে অনুপ্রবেশের পথেই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৯ মে শুক্রবার ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৬৯৫ ₹ ৯৬৯৫০ ₹খুচরো পাকা সোনা ৯৭৪০ ₹ ৯৭৪০০...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

আভাসটা আগেই পাওয়া গিয়েছিল। শেষপর্যন্ত সেটাই হল। আপাতত অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল(IPL)। সম্প্রতি ভারত-পাক অশান্ত...

দায়িত্বজ্ঞানহীন বক্তব্য: বিজেপি সাংসদ নিশাকান্তকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের জন্যই দেশে 'সিভিল ওয়ার' হবে! বিজেপি সাংসদের এই মন্তব্যকে কড়া জবাব সুপ্রিম কোর্টের (Supreme Court)। সাংসদ...
Exit mobile version